আসছে ধেয়ে ঘূর্ণীঝড় - দিলীপ কুমার পাত্র
আসছে ধেয়ে ঘূর্ণীঝড়খবরে থাক নন ঝড়ের সময় রাখ খেয়াল নিজের আপনজন।ঝড়ের সময় দর্জা জানলাবন্ধ করা চাই বিদ্যুৎ আর গ্যাসের সুইচ্ বন্ধ রাখো ভাই।ছড়াবে না গুজব তুমিদেবে না তাতে কানআতঙ্কে নয়, শান্ত থেকে বা…
আসছে ধেয়ে ঘূর্ণীঝড় - দিলীপ কুমার পাত্র
আসছে ধেয়ে ঘূর্ণীঝড়
খবরে থাক নন ঝড়ের সময় রাখ খেয়াল নিজের আপনজন।
ঝড়ের সময় দর্জা জানলা
বন্ধ করা চাই বিদ্যুৎ আর গ্যাসের সুইচ্ বন্ধ রাখো ভাই।
ছড়াবে না গুজব তুমি
দেবে না তাতে কান
আতঙ্কে নয়, শান্ত থেকে বাঁচাও কিছু প্রাণ।
মোবাইলে থাকবে চার্জ জন খাবে ফুটিয়ে সতর্ক আর সজাগ হয়ে কাটাও জীবন চুটিয়ে।
থাকলে রাস্তায় মজবুত বাড়িতে পড় দ্রুত ঢুকে ছেঁড়া তারে হাত পা দেওয়ার
দেখিও না সাহস বুকে।
যান চলাচল, নৌ চলাচল, বন্ধ রাখ টানা জেলে ভাইদের মাঝ সমুদ্রে যেতে কর মানা।
উপকূল থেকে সরাও লোক নিরাপদ আশ্রয়ে আছে রেডক্রশ, সিফিল ডিভেন্স মিছে থাক কেন ভয়ে!
প্রাথমিক চিকিৎসার বাক্সটা রাখ তোমার পাশে আস্থা রাখ, ভরসা রাখ এল.ডি.আর.এফের কাছে।
ব্যাটারি, টর্চ রাখবে কাছে আর রাখবে রেডিও
শুকনো থাবার ঔষধ রাখতে
আগাম বলে দিও। এসো মোরা শপথ করি
আরও সজাগ হই
ঝড়ের সময় একে অপরের পাশে মোরা রই।
No comments