বজ্রপাত : দিলীপ কুমার পাত্রদিন দিন বজ্রপাত বেড়ে শুধুই চলছেঐ সময় থাকতে ঘরে খবরেতে বলছে।বজ্রপাতে নয় দাঁড়ানো বড় গাছের নীচেফাঁকা মাঠে না দাঁড়ালে আসবে কেন বিপদ পিছে।উঁচুস্থানও বিপদ জনক জানুক জনে জনে ঘরে থাকা যে নিরাপদ রাখতে হবে মনে।আহ…
বজ্রপাত : দিলীপ কুমার পাত্র
দিন দিন বজ্রপাত বেড়ে শুধুই চলছে
ঐ সময় থাকতে ঘরে খবরেতে বলছে।
বজ্রপাতে নয় দাঁড়ানো বড় গাছের নীচে
ফাঁকা মাঠে না দাঁড়ালে আসবে কেন বিপদ পিছে।
উঁচুস্থানও বিপদ জনক জানুক জনে জনে ঘরে থাকা যে নিরাপদ রাখতে হবে মনে।
আহত যদি হয়েই থাকে হঠাৎ বজ্রপাতে কৃত্রিম শ্বসন প্রয়োজন দ্রুত পায় যাতে।
বজ্রপাতের সময় নয় ধাতব বস্তু স্পর্শ, খেয়াল যদি রাখে কেউ হবে কেন বিমর্ষ।
বজ্রপাতে টিভি ফ্রিজ করতে হবে বন্ধ দরজা জানালা রাখলে বন্ধ হবে কেন
বিদ্যুতের খুঁটি তারের নীচে থাকবেনা ঐ সময় মোবাইলে কথা বলা একেবারেই নয়।
বোর্ড থেকে প্লাগ গুলো খুলতে হবে তাই
জল যদি না থাকে শঙ্কা কোন নাই।
মাছধরা কৃষিকাজ বন্ধ রাখো টানা বারান্দায় ছাদে থাকা একেবারেই মানা ।।
No comments