Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উৎসবের আবহে ভোট করতে মহিলা পরিচালিত পিঙ্ক বুথ

উৎসবের আবহে ভোট করতে মহিলা পরিচালিত  পিঙ্ক বুথ

মহিষাদলের পাশাপাশি হলদিয়ায়  মহিলা পরিচালিত বুথ রয়েছেমহিষাদলের বিডিও বরুনাশীষ সরকার জানান, প্রতিটি ব্লকে মডেল বুথ গড়ে তোলা হয়েছে। আমাদের ব্লকের চারটি মহিলা পরিচালিত মডেল বুথ গড়ে তোলা…

 





উৎসবের আবহে ভোট করতে মহিলা পরিচালিত  পিঙ্ক বুথ



 

মহিষাদলের পাশাপাশি হলদিয়ায়  মহিলা পরিচালিত বুথ রয়েছে

মহিষাদলের বিডিও বরুনাশীষ সরকার জানান, প্রতিটি ব্লকে মডেল বুথ গড়ে তোলা হয়েছে। আমাদের ব্লকের চারটি মহিলা পরিচালিত মডেল বুথ গড়ে তোলা হয়েছে। মহিষাদল দেবপ্রসাদ প্রাথমিক বিদ্যালকে পিঙ্ক বুথ হিসাবে সাজিয়ে তোলা হয়েছে। ভোটারদের পানীয় জল, চা, বিস্কিট  থেকে বসার ভালো জায়গা, মনোরম পরিবেশ গড়ে তোলা হয়েছে। ভোটাররা যাতে উৎসবের আবহে ভোট দিতে পারে তার সবরকম ব্যবস্থা করা হয়েছে।

মহিষাদল দেবপ্রসাদ প্রাথমিক বিদ্যালয়ে গাড়ে ওঠা পিঙ্ক বুথের দায়িত্বে থাকা স্বর্নালী পন্ডা জানান, এই প্রথম মহিলাদের নিয়ে পিঙ্ক বুথের দায়িত্ব পেয়েছি। যাথে সুন্দর ও সুষ্ঠু ভাবে পরিচালনা করতে পারি তার চেস্টা করছি। পুলিশ প্রশাসন আমাদের ভালো পরিষেবা দিচ্ছে। নিরাপত্তার দিকেও কড়া ব্যবস্থা থাকছে এমনটাই জানা গিয়েছে।

অষ্টাদশ লোকসভা নির্বাচনে এবার প্রথম হচ্ছে পিঙ্ক বুথ। আদপে এটি মডেল মহিলা ভোট কর্মী দ্বারা পরিচালিত বুথ। সুতাহাটার বিডিও দেবলীনা দাস জানিয়েছেন, সুতাহাটা ব্লকের আওতায় ছয়টি মহিলা পরিচালিত বুথ রয়েছে। হলদিয়া হাইস্কুলে দুটি, হলদিয়া গর্ভমেন্ট স্পন্সরড স্কুল দুটি এবং দুর্গাচক আরসি প্রাথমিক বিদ্যালয়ে দুটি মহিলা পরিচালিত বুথ করা হয়েছে। দুর্গাচকে প্রাথমিক বিদ্যালয় মডেল বুথ হিসেবে সাজানো হয়েছে। বয়স্কদের ভোটারদের বসার জায়গা, শিশুদের জন্য প্লে রুম সহ থাকবে নানা আয়োজন। নির্বাচনের বিধি মেনেই গোলাপী বেলুন দিয়ে সাজানো হচ্ছে এই বুথ। ব্লকের সূত্রে জানা গিয়েছে, গোলাপী রঙের মাধ্যমে ব্রেস্ট ক্যানসারের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোরও প্রয়াস নেওয়া হয়েছে।

রাত পোহালেই জেলার দুটি লোকসভা কেন্দ্র তমলুক ও কাঁথিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কতটা শান্তিপূর্ণ ভাবে ভোট হয় সেটাই দেখার অপেক্ষা।

No comments