প্রসঙ্গ :: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পবিত্র আবির্ভাব , ১২৬ তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি
খোলা আকাশের নাম কাজী নজরুল ইসলা
লেখা : দেবাশিস পাহাড়ী …
প্রসঙ্গ :: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পবিত্র আবির্ভাব , ১২৬ তম জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি
খোলা আকাশের নাম
কাজী নজরুল ইসলা
লেখা : দেবাশিস পাহাড়ী
কবির প্যাস্টেল স্কেচ : সুদেষ্ণা পাহাড়ী
ভোরের আলো ফুটল যখন
রাত্রির অবসান
জড়তা কাটিয়ে নবীন আশায়
জাগরিত হলো প্রাণ ।
মিষ্টি সকাল, বাঁশের বাঁশরী
কোমল যুগল ঠোঁটে
সুবাস ছড়ানো হৃদয়হরণ
ফুল হয়ে দেখি ফোটে।
অচলায়তনে বাতায়ন খোলে
নব অরুণের গান ---
অমর সৃজনে স্মরণীয় তিনি
চেতনায় মহীয়ান।।
তিনি কাণ্ডারী আমাদের কাছে
চির জনমের চেনা
দৃপ্ত পদক্ষেপের নায়ক
যুদ্ধজয়ের সেনা।
অপার- অটল নিজ বিশ্বাসে
রাঙানো শক্তি বলে -
শাসকের বুক কাঁপলো সেদিন,
ভিত গিয়েছিল ট'লে।
নিজেরে - বিলানো দান যে তাঁহার
কক্ষণো ফুরাবে না
শোধেনি কিছুই, বরং বেড়েছে,
দিনে দিনে শুধু দেনা।।
প্রতিবাদী তিনি কথায়- কাব্যে,
বিদ্রোহ তাঁর সুরে,
দীপ্ত কিরণে প্রকাশিত যেন
মেঘভাঙা রোদ্দুরে।
মানব প্রেমের পুণ্য ছোঁয়ায়
তিনি নব ঋত্বিক
সাধাসিধে আর লাবণ্যময়
দুর্দম, নির্ভীক।
আশিস তাঁহার বরষে সবার
তৃষিত বক্ষ জুড়ে
হিল্লোল তার লাগলো শাখায়
পর্ণে - তৃণাঙ্কুরে।।
No comments