জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর বাইক চালক নাম গোবিন্দ দাস (৩৪)- । পুলিশ সূত্রে খবর বাড়ি মহিষাদল থানার অমৃতবেড়িয়া গ্রামের মধ্যপল্লিতে। বিশেষ সূত্রে জানা যায়,গোবিন্দ দাস পেশায় সেল…
জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত এক
জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মোটর বাইক চালক নাম গোবিন্দ দাস (৩৪)- । পুলিশ সূত্রে খবর বাড়ি মহিষাদল থানার অমৃতবেড়িয়া গ্রামের মধ্যপল্লিতে।
বিশেষ সূত্রে জানা যায়,গোবিন্দ দাস পেশায় সেলসম্যানের কাজ করত। মহিষাদল ,কাপাসএড়্যা, ব্রজলালচক, চৈতন্যপুর, রানিচক ও দুর্গাচক এলাকার বিভিন্ন পান দোকানগুলিতে পান মশলা ও গুটকা সেলসম্যান হিসেবে সাপ্লাই দিত। প্রতিদিনের মতো সকাল থেকে বেরিয়েছে বিভিন্ন দোকানগুলিতে অর্ডার হিসাবে পান মশলা ও গুটকা ইত্যাদি সাপ্লাই দেওয়ার জন্য।
হলদিয়া থেকে বাড়ি ফেরার সময় মোটরবাইকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে রেলিং এ ধাক্কা মারে। ঘটনাটি ঘুরেছে জাতীয় সড়ক বাড়সুন্দরা হাই স্কুল কাছে । মোটরবাইক নিয়ে পড়ে যায়, রক্তাক্ত হয়ে পড়ে এলাকার মানুষ দেখতে পেয়ে তাকে হলদিয়া মহাকুমার হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনায় তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ।
No comments