Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

অনির্দিষ্টকালের জন্য ডায়মন্ড হারবার --কুকড়াহাটি ফেরি সার্ভিস বন্ধের নোটিশ

অনির্দিষ্টকালের জন্য ডায়মন্ড হারবার --কুকড়াহাটি  ফেরি সার্ভিস বন্ধের নোটিশ বিবেচনা করার আবেদন করেন- প্রদীপ
ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে আগামী শনিবার পয়লা জুন  রাজ্যে সপ্তম দফায় ভোট গ্রহণ। ভোটের মুখে রীতিমতো দুর্ভোগে…

 





অনির্দিষ্টকালের জন্য ডায়মন্ড হারবার --কুকড়াহাটি  ফেরি সার্ভিস বন্ধের নোটিশ বিবেচনা করার আবেদন করেন- প্রদীপ


ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা নির্বাচন চলছে আগামী শনিবার পয়লা জুন  রাজ্যে সপ্তম দফায় ভোট গ্রহণ। ভোটের মুখে রীতিমতো দুর্ভোগে পড়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসিন্দারা। হলদিয়ার কুঁকড়াহাটি থেকে ভেসেলে রায়চক পেরিয়ে আশ্রম হয়ে ঘুরপথে ফিরছেন দক্ষিণ চব্বিশ (২৪)পরগনার ভোটাররা। বুধবার বিকাল ৪ টার সময়  হঠাৎ ডায়মন্ড হারবার ফেরি চলাচল বন্ধের নোটিশ দেখতে পাওয়া যায়। হঠাৎ নোটিশ দেখে মানুষ চমকে যায়। পুনরায় কবে ফেরি পরিষেবা  চালু হবে তা নিয়ে চিন্তিত রয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই জেলার মানুষ। কুকড়াহাটি ফেরি সার্ভিসটি হলদিয়া সুতাহাটা থানার অন্তর্ভুক্ত। নোটিশে উল্লেখ করা রয়েছে ডায়মন্ড হারবার জেটি খারাপ থাকার কারণে ফেরি সার্ভিস বন্ধ থাকবে। দুই জেলার বহু মানুষ কর্মসূত্রে বিভিন্ন ভাবে এই ফেরি সার্ভিস ব্যবহার করে থাকেন। পূর্ব মেদিনীপুর জেলার অনেকেই কর্মসূত্রে এবং পড়াশোনার জন্য এই ফেরি সার্ভিস দিয়ে ডায়মন্ড হারবার জান বিভিন্ন কাজে । কিন্তু হঠাৎ এই নোটিশ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের কাছে আবেদন করলেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন  যত শীঘ্র সম্ভব জেটি মেরামত করে এই ফেরি সার্ভিস পূনরায় চালু করার জন্য।



No comments