কারখানায় আগুন
ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/bXoWH2loQqg
দিন দুপুরে কারখানায় আগুনবাংলা বছরের ১৪৩১ শুরু দিন থেকেই শিল্প শহরের বিভিন্ন জায়গায় আগুনে আতঙ্কিত এলাকার মানুষ। ১লা বৈশাখ গোকুল ভোজ্য তেলের কারখানার সামনে চায়ের …
কারখানায় আগুন
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/bXoWH2loQqg
দিন দুপুরে কারখানায় আগুন
বাংলা বছরের ১৪৩১ শুরু দিন থেকেই শিল্প শহরের বিভিন্ন জায়গায় আগুনে আতঙ্কিত এলাকার মানুষ। ১লা বৈশাখ গোকুল ভোজ্য তেলের কারখানার সামনে চায়ের দোকানে আগুন। গ্যাস সিলিন্ডার ফেটে দুর্গাচক সুপার মার্কেটে আগুনে প্রায় ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দুপুর বেলায় চৈতন্যপুর আপনিকা মার্কেটে চায়ের দোকানে আগুন লাগে গ্যাস সিলেন্ডার ফেটে। সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল। এবার কারখানার ভিতরে ট্রান্সফরমার শর্ট সার্কিট হয়ে আগুন তবে সে ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে সূত্রে জানা যায়। ঘটনাটি ঘটেছে দুর্গাচক থানার অন্তর্গত ঝিকুরখালি হলদিয়া এনার্জি লিমিটেড কারখানা (পাওয়ার প্লান্ট) সিএসসিতে আগুন ধরে যায় বেলা ১ টার সময়। আগুনের ফুলকি দেখেই স্থানীয় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন।তৎক্ষণাৎ কারখানার নিজস্ব দম কল এবং পাশাপাশি মিৎসুবিশি কারখানার দমকলের সহযোগিতা নিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে বলে সূত্রে জানা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। বিশেষ সূত্রে জানা যায় এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
No comments