Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ, মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত ব্যক্তিগত কারণে মামলাটি ছেড়ে …



হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ, মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্ত ব্যক্তিগত কারণে মামলাটি ছেড়ে দিয়েছেন। তিনি প্রধান বিচারপতির কাছে মামলাটি পাঠিয়ে দিয়েছেন। এবার প্রধান বিচারপতি ঠিক করবেন মামলাটি কে শুনবেন। প্রসঙ্গত, তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার দিনের গণ্ডগোলকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ওই দিন মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন অভিজিৎবাবু। সেইসময় তমলুক হাসপাতাল মোড়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। মিছিল সেখানে পৌঁছতেই চাকরিহারা শিক্ষকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্লোগান এবং পাল্টা স্লোগান শুরু হয়। স্বাভাবিকভাবেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ধাক্কাধাক্কির পাশাপাশি ইটও ছোড়া হয় বলেও অভিযোগ। তার ফলে বিক্ষোভকারীদের কয়েকজন আহত হন বলে অভিযোগ। এরপরই অভিজিৎবাবু-সহ কয়েক জন বিজেপি কর্মীর বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর দায়ের করা হয়। অপরদিকে, পুলিসি অতি স্বক্রিয়তার অভিযোগ তোলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আইনজীবী। তিনি জানান, অভিজিৎবাবুর বিরুদ্ধে ৩০৭ ধারা যুক্ত করা হয়েছে। তিনি যাতে প্রচার করতে না পারেন সেই জন্য এই ব্যবস্থা বলেও তিনি অভিযোগ তোলেন।

No comments