Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভোটযুদ্ধে বলি মহিষাদলের দুবারের পঞ্চায়েত সদস্য

ভোটযুদ্ধে বলি মহিষাদলের দুবারের পঞ্চায়েত সদস্য
ভোটের আগের দিন রাতে মহিষাদলের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতে এক তৃণমূল নেতা খুন হয়েছেন বলে অভিযোগ। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম শেখ মইবুল(৪২)। তিনি বেতকুণ্ডুর ধামাইতনগরে…

 


ভোটযুদ্ধে বলি মহিষাদলের দুবারের পঞ্চায়েত সদস্য


ভোটের আগের দিন রাতে মহিষাদলের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতে এক তৃণমূল নেতা খুন হয়েছেন বলে অভিযোগ। বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। মৃতের নাম শেখ মইবুল(৪২)। তিনি বেতকুণ্ডুর ধামাইতনগরের বাসিন্দা। মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। একটি পুকুরের পাড়ে বাঁশ বাগান থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্বার করে হাসপাতালে পাঠানো হয়। প্রথমে মহিষাদল গ্রামীণ হাসপাতাল এবং পরে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে রাত দু'টো নাগাদ তাঁর মৃত্যু হয়। ওই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। রাতেই পুলিস গিয়ে কয়েক জনকে আটক করেছে। মইবুল ২০১৩ এবং ২০১৮ সালে পর পর দু'বার গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। মহিষাদলের তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিলক চক্রবর্তীর অভিযোগ, ভোটের আগে উত্তেজনা তৈরি করতে বিজেপি খুন করেছে। তিনি বলেন, মহিষাদলের ভোটের ইতিহাসে কখনও এঘটনা ঘটেনি। রাত সাড়ে ১০টা নাগাদ মইবুল তৃণমূলের পঞ্চায়েত সদস্য নমিতা মান্নাকে বাড়ি পৌঁছে দিতে গিয়েছিলেন। তারপরই তিনি নিখোঁজ হন। পরে রাত সাড়ে ১২টা নাগাদ বাঁশ বাগানের মধ্যে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ওই বেতকুণ্ডু পঞ্চায়েত এবার বিজেপির দখলে এসেছে।

No comments