ভোট যুদ্ধ শুরু হওয়ার আগেই পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগসারা ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা নির্বাচন আজ ২৫ শে মে ষষ্ঠ দফায় নির্বাচন সকাল আটটা থেকে শুরু হবে ভোট গ্রহণের কাজ। তার আগেই বড় ধরনের অভিযোগ উঠে এলো শিল্প শহর হলদিয…
ভোট যুদ্ধ শুরু হওয়ার আগেই পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
সারা ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা নির্বাচন আজ ২৫ শে মে ষষ্ঠ দফায় নির্বাচন সকাল আটটা থেকে শুরু হবে ভোট গ্রহণের কাজ। তার আগেই বড় ধরনের অভিযোগ উঠে এলো শিল্প শহর হলদিয়া ১৯ নম্বর ওয়ার্ড বার কাশিপুর ২২৭, ২২৮ নম্বর বুথে ২ জনকে তুলে নিয়ে যাওয়ার এবং বাকি একজনের কাগজপত্র ছিনিয়ে নিয়েগেছেন। এক পোলিঙ এজেন্ট জানাযায় সকালে তারা স্কুলে ঢোকার জন্য উপস্থিত হয়েছেন কোন সেন্ট্রাল পুলিশ বা রাজ্য পুলিশের কেউ নেই দরজা বন্ধ রেখেছেন শাসকদলের ভিড়েই অবশেষে তাদের কাগজপত্র ছিনিয়ে নেয়া হয়েছে বলে, যদিও প্রার্থী সায়ন ব্যানার্জি এসেই পুলিশ এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করলেন বলে সূত্রে জানা যায়। প্রার্থী নিজেই উপস্থিত থেকে সিআরপিএফের উপর চাপ সৃষ্টি করে 227 নম্বর বুথে সিপিআইএম পোলিং এজেন্ট কে পুনঃরায় বুথে ঢুকিয়ে দিয়ে এলেন বলে জানা যায়। এবং যে দুজন এখনো কিডন্যাপ তাদেরকে খুঁজে বের করার জন্য দাবি করলেন পুলিশের কাছে সায়ন।
No comments