রাজ্যে ভোট গণনা পর্বে একগুচ্ছ পর্যবেক্ষক নিয়োগ ও নির্দেশিকা কমিশনেরনির্বাচন পর্ব শেষ হওয়ার আগেই গণনা নিয়ে রূপরেখা তৈরি করে ফেলল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, এবার রাজ্যের গণনা পর্ব খতিয়ে দেখতে একগুচ্ছ পর্যবেক্ষক নিয়োগ করতে চলে…
রাজ্যে ভোট গণনা পর্বে একগুচ্ছ পর্যবেক্ষক নিয়োগ ও নির্দেশিকা কমিশনের
নির্বাচন পর্ব শেষ হওয়ার আগেই গণনা নিয়ে রূপরেখা তৈরি করে ফেলল নির্বাচন কমিশন। জানা গিয়েছে, এবার রাজ্যের গণনা পর্ব খতিয়ে দেখতে একগুচ্ছ পর্যবেক্ষক নিয়োগ করতে চলেছে কমিশন। সেই সঙ্গে যাঁরা গণনার দায়িত্বে থাকবেন, তাঁদের জন্যও একাধিক বিধি নিষেধ জারি করা হয়েছে। কমিশন সূত্রে খবর, এবার গণনা পর্বে বিশেষ নজরদারির জন্য অন্তত দেড়শো জন পর্যবেক্ষককে নিয়োগ করতে চলেছে কমিশন। বিগত নির্বাচনগুলির পরিসংখ্যানের নিরিখে ওই পর্যবেক্ষদের নিয়োগ করা হবে। সেক্ষেত্রে বিগত পঞ্চায়েত নির্বাচনে গণনায় ঝামেলা ও অশান্তির পরিসংখ্যানকেও মাথায় রাখছে কমিশন। মূলত বিধানসভা ধরে ধরে পর্যবেক্ষক নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও গণনার কাজে যুক্ত কর্মীদের জন্যও এবার একাধিক বিধি নিষেধ আরোপ করেছে কমিশন। জানা গিয়েছে, গণনা চলাকালীন কর্মীরা কোনওভাবে টেবিল থেকে উঠতে পারবেন না (বিশেষ কারণ ছাড়া)। পাশাপাশি গণনা কেন্দ্রে মোবাইল ফোন পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
No comments