Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সাপে কামড়ে মৃত্যু হল ১২ বছরের কন্যা শিশু

সাপে কামড়ে মৃত্যু হল ১২ বছরের কন্যা শিশুবৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হতেই সাপের উপদ্রব বেড়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল এলাকায়। সাপের কামড়ে মৃত্যু হল ১২ বছরে এক কন্যা শিশু। এই ঘটনা ঘিরে চাঞ্চল সৃষ্টি হয়েছে। সূত্রে জানা …

 



সাপে কামড়ে মৃত্যু হল ১২ বছরের কন্যা শিশু

বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি হতেই সাপের উপদ্রব বেড়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল এলাকায়। সাপের কামড়ে মৃত্যু হল ১২ বছরে এক কন্যা শিশু। এই ঘটনা ঘিরে চাঞ্চল সৃষ্টি হয়েছে।

 সূত্রে জানা যায়, সাপের কামড়ে মাসমিনাহার খাতুন (১২) নামে মৃত্যু হলো এক স্কুল ছাত্রীর । বৃহস্পতিবার মহিষাদল কিসমৎ নাইকুন্ডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত লক্ষ্যা গ্রামে এই ঘটনা ঘটেছে ।  ঘুমন্ত অবস্থায় বিছানার উপর বিষধর সাপ কানে কামড়ে দেয় । মহিষাদল ব্লকের উত্তর চক্রের অন্তর্গত লক্ষ্যা জুনিয়র হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী । মহিষাদলের বাশুলিয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য রাতেই স্কুল ছাত্রীটিকে নিয়ে যাওয়া হয় । কিন্তু শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তমলুক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্থানান্তর করা হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । চিকিৎসাধীন অবস্থায় ছাত্রীর মৃত্যু হয় । ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডব পর্বে মহিষাদল ব্লক এলাকায় ৮ জন সাপের কামড়ে জখম হয়েছেন । তারা সকলেই সুস্থ আছেন । কিন্তু সাপের কামড়ে ছাত্রীর মৃত্যুতে শোকের ছায়া এলাকায় । সূত্রে জানা যায় পূর্ব মেদিনীপুর জেলায় যতগুলি স্বাস্থ্য কেন্দ্র এবং জেলা মহাকুমার হাসপাতাল রয়েছে তার থেকেই বেশি সাপড়ে কামড়ায় মহিষাদল এলাকায় সেই জন্য মহিষাদল বাসুলিয়া হাসপাতালে এন্টি সিরাম ইনজেকশন রাখা হয় । কিন্তু সূত্রে জানা যায় ইনজেকশন দেওয়ার পরও এই মৃত্যু হয়েছে ছাত্রীটির । সাধারণ মানুষের প্রশ্ন তাহলে কি প্রপার এন্টি সিরাম দেওয়া হয়নি পরীক্ষা না করেই? না প্রকৃত যে সাপ কামড়ানো হয়েছিল সেই সাপের প্রপার সিরাম পাওয়া যায়নি।

নানান প্রশ্ন এখন উঠে আসছে তবে জানা যায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আগামী রবিবার ওই ছাত্রীটির বাড়িতে যাবে প্রকৃত কি সাপ কামড়ে ছিল তার প্রকৃত তথ্য পাওয়া যাবে বলে জানা যায়।





No comments