জল থৈ থৈ মেছেদা বাজার। বৃষ্টির জল ঢুকে ক্ষতিগ্রস্ত মেচেদার বাজারের ব্যবসায়ীরাবৃষ্টির জলে জলমগ্ন মেছোদা বাজার। কোলাঘাটের মেচেদা বাজারে প্রবল দর্শনের জেরে কোথাও হাঁটু সমান কোথাও হাঁটুর নিচে জল। বৃষ্টির জমা জল ঢুকছে বিভিন্ন দোকানে।…
জল থৈ থৈ মেছেদা বাজার। বৃষ্টির জল ঢুকে ক্ষতিগ্রস্ত মেচেদার বাজারের ব্যবসায়ীরা
বৃষ্টির জলে জলমগ্ন মেছোদা বাজার। কোলাঘাটের মেচেদা বাজারে প্রবল দর্শনের জেরে কোথাও হাঁটু সমান কোথাও হাঁটুর নিচে জল। বৃষ্টির জমা জল ঢুকছে বিভিন্ন দোকানে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। তবে মূলত নিকাশির ও ব্যবস্থার কারণে বেরোচ্ছে না জল। বারবার গ্রাম পঞ্চায়েত সহ প্রশাসনিক আধিকারীকে জানিও কোন সূরা হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা।
No comments