রেমালের দাপটে এক নজরে পূর্ব মেদিনীপুর : ২৮ হাজার মানুষকে ১৯২ টি ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয় ।জেলা জুড়ে আংশিক ঘর ভেঙেছে ২৮৭০ টি ।নন্দীগ্রাম এক নম্বর ব্লকে দেওয়াল চাপা পড়ে জখম ৩ জন । বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বেশ কিছু জায়গায় প…
রেমালের দাপটে এক নজরে পূর্ব মেদিনীপুর :
২৮ হাজার মানুষকে ১৯২ টি ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয় ।
জেলা জুড়ে আংশিক ঘর ভেঙেছে ২৮৭০ টি ।
নন্দীগ্রাম এক নম্বর ব্লকে দেওয়াল চাপা পড়ে জখম ৩ জন ।
বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় বেশ কিছু জায়গায় পানীয় জলের সমস্যা তৈরি হয়েছে ।
নয়াচরে ১৫০০ মানুষ অসহায় অবস্থায় রয়েছেন ।
মহিষাদলে সাপের কামড়ে জখম ৮ জন, অচেনা পোকার কামড়ে জখম ৪ জন ।
হলদিয়াতে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত ১ জন
No comments