রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় জখম একাধিকসুতাটা থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর বাস স্টপেজের কাছাকাছি বাসের সঙ্গে অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে একাধিক মানুষ জখম হয়।সূত্রে জানা যায়,অটো চালক ও এক শিশু সহ মোট ৫ জন। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে…
রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় জখম একাধিক
সুতাটা থানার অন্তর্গত শ্রীকৃষ্ণপুর বাস স্টপেজের কাছাকাছি বাসের সঙ্গে অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে একাধিক মানুষ জখম হয়।
সূত্রে জানা যায়,অটো চালক ও এক শিশু সহ মোট ৫ জন। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি একজনের হলদিয়া মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ২৮ শে মে মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিট নাগাদ একটি যাত্রীবোঝাই অটো দুর্গাচক থেকে সুতাহাটা আসছিল অন্যদিকে হলদিয়ার একটি কারখানার স্টাফ বাস জেনারেল সিফটের স্টাফদের বাড়ি পৌঁছে দুর্গাচকের দিকে যাচ্ছিল। পূর্ব শ্রীকৃষ্ণপুর হাউসিং-এর কাছে বাসটি অটোকে ক্রস করার সময় অটোর লুকিং গ্লাসে ধাক্কা মারলে যাত্রীবোঝাই অটোটি রাস্তার ধারে জলাশয়ে উল্টে পড়ে। জখম হয় অটোর যাত্রীরা। বাসটিকে আটক করেছে সুতাহাটা থানার পুলিশ।
No comments