Take my hand, precious lord, তাঁর শেষ কথা
দিনান্তবেলা, সবেমাত্র সন্ধে নামছে, ৪ঠা এপ্রিল ১৯৬৮ সাল, বৃহস্পতিবার। মার্টিন লুথার কিং মেমফিস শহরের, লোরেইন মোটেলে তাঁর ৩০৬ নম্বর ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিলেন। সদ্য আজ সকালেই এস…
Take my hand, precious lord, তাঁর শেষ কথা
দিনান্তবেলা, সবেমাত্র সন্ধে নামছে, ৪ঠা এপ্রিল ১৯৬৮ সাল, বৃহস্পতিবার। মার্টিন লুথার কিং মেমফিস শহরের, লোরেইন মোটেলে তাঁর ৩০৬ নম্বর ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশ দেখছিলেন। সদ্য আজ সকালেই এসেছেন, শহরের সিটি স্যানিটেশন কর্মীদের ধর্মঘটকে সমর্থন দেওয়ার সভায় ভাষণ দেবেন, তাঁদের অনুপ্রাণিত করবেন বলে কথা দিয়েছেন। সভায় গান গাইবেন বেন ব্রাঞ্চ। লুথার কিং একটু আগেই তাঁকে অনুরোধ করেছেন, “Take my hand, precious lord”গানটি গাইবার জন্যে। সেই তাঁর শেষ কথা, তারপরই সন্ধে ৬টা ১ মিনিটে ছুটন্ত বারুদভরা একটি বুলেট তাঁর ডান গাল ভেদ করে, মেরুদন্ড গুঁড়ো করে ঘাড়ের শিরা ছিঁড়ে নেমে গেলো। লুথার কিং ছিটকে পড়লেন বারান্দায়, রক্তে থই থই , অচৈতন্য, অজ্ঞান। এক ঘন্টার মধ্যে, রাত্তির সাতটা পাঁচ মিনিটে সেন্ট জোসেফ হসপিটাল কর্তৃপক্ষ ঘোষণা করে দিলেন মার্টিন লুথার কিং মৃত। তাঁর সেই বহু কথিত, বহু উচ্চারিত, বহু উদ্ধৃত অসামান্য বক্তৃতা "I Have A Dream" অসম্পূর্ণ রেখে আততায়ীর গুলিতে প্রাণ বিলিয়ে দিয়ে গেলেন।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments