Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সম্পত্তি বাড়ল রাহুল গান্ধীর

সম্পত্তি বাড়ল রাহুল গান্ধীর ২০১৯-এর তুলনায় খুব একটা বেশি না হলেও সম্পত্তি বাড়ল রাহুল গান্ধীর। এবারের লোকসভা নির্বাচনে কেরলের ওয়েনাড় থেকেই লড়ছেন রাহুল। গতকাল, বুধবারই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। সেই তথ্য থেকেই জানা গিয়েছে বর্তমান…

 



সম্পত্তি বাড়ল রাহুল গান্ধীর

 ২০১৯-এর তুলনায় খুব একটা বেশি না হলেও সম্পত্তি বাড়ল রাহুল গান্ধীর। এবারের লোকসভা নির্বাচনে কেরলের ওয়েনাড় থেকেই লড়ছেন রাহুল। গতকাল, বুধবারই মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। সেই তথ্য থেকেই জানা গিয়েছে বর্তমানে কত সম্পত্তি রয়েছে রাহুলের। জাতীয় নির্বাচন কমিশনের কাছে হলফনামা দিয়ে এই কংগ্রেস নেতা জানিয়েছেন, তাঁর হাতে নগদ রয়েছে ৫৫ হাজার টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৬ লক্ষ ২৫ হাজার টাকা। এখানেই শেষ নয়, শেয়ার মার্কেটেও বিনিয়োগ রয়েছে রাহুলের। সেখানে ৪.৩ কোটি টাকা বিনিয়োগ করেছেন ওয়েনাড়ের বিদায়ী এই সাংসদ। পাশাপশি, মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ রয়েছে ৩.৮১ কোটি টাকা। সরকারি বিভিন্ন প্রকল্প, যেমন ন্যাশনাল সেভিং স্কিম, পোস্টাল সেভিং স্কিম ও ইন্সুরেন্স পলিসি রয়েছে তাঁর, যাতে ৬১.৫২ লক্ষ টাকা রেখেছেন রাহুল। এছাড়া ১৫.২ লক্ষ টাকার গোল্ড বন্ড ও ৪.২ লক্ষ টাকার গয়নাও রয়েছে রাহুলের। তবে শুধু সম্পত্তি নয়, বিশাল অঙ্কের ঋণের বোঝাও রয়েছে এই কংগ্রেস নেতার। জানা গিয়েছে, ৪৯.৭ লক্ষ টাকার ঋণ রয়েছে সোনিয়া পুত্রের।

রাহুল হলফনামায় জানিয়েছেন, ২০২২-২৩ অর্থবর্ষে তাঁর উপার্জন ছিল ১ কোটি ২ লক্ষ ৭৮ হাজার ৬৮০ টাকা। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ১১.১৪ কোটি টাকা ও অস্থাবর সম্পত্তি রয়েছে ৯.২৪ কোটি টাকার। গুরুগ্রামে ৯ কোটি টাকার একটি অফিস রয়েছে তাঁর। বোন প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে যৌথ মালিকানায় দিল্লিতে রাহুলের একটি কৃষিজমিও রয়েছে। যাকে পৈত্রিক সম্পত্তি হিসাবেই উল্লেখ করা হয়েছে হলফনামায়। তবে কংগ্রেস নেতার নিজস্ব কোনও গাড়ি নেই। এমনটাই কমিশনকে হলফনামা দিয়ে জানিয়েছেন রাহুল। সব মিলিয়ে রাহুলের মোট সম্পত্তির পরিমাণ ২০ কোটি টাকারও বেশি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সময়ে রাহুলের কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ১৫ কোটি টাকা। যা পাঁচ বছরে কিছুটা বৃদ্ধি পেয়েছে। আগামী ২৬ এপ্রিল কেরলে ২০ টি লোকসভা আসনে ভোট রয়েছে। ওয়েনাড়ে রাহুলের প্রতিপক্ষ সিপিআইয়ের অ্যানি রাজা ও কেরল বিজেপির রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন। গতবারের লোকসভা নির্বাচনে ওয়েনাড় আসন থেকে ৪ লক্ষেরও বেশি মার্জিনে জিতেছিলেন রাহুল গান্ধী।



নিত্য নতুন খবর পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন

WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r


No comments