অস্কারের ইন্সটা পেজে দীপিকা
বিশ্ব মঞ্চে বড় সম্মান পেলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘বাজিরাও মস্তানি’ ছবির ‘দিওয়ানি মস্তানি হো গয়ি’ গানটির ঝলক শেয়ার করল অস্কার কর্তৃপক্ষ। গতকাল, বুধবার রাতেই অ্যাকাডেমির ই…
অস্কারের ইন্সটা পেজে দীপিকা
বিশ্ব মঞ্চে বড় সম্মান পেলেন অভিনেত্রী দীপিকা পাডুকোন। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘বাজিরাও মস্তানি’ ছবির ‘দিওয়ানি মস্তানি হো গয়ি’ গানটির ঝলক শেয়ার করল অস্কার কর্তৃপক্ষ। গতকাল, বুধবার রাতেই অ্যাকাডেমির ইনস্টাগ্রামের পেজে ‘দিওয়ানি মস্তানি হো গয়ি’ গানটির একটি ঝলক শেয়ার করা হয়। যা দেখে আপ্লুত হয়ে পড়েন দীপিকার স্বামী তথা অভিনেতা রণবীর সিং। অস্কারের ইনস্টাগ্রামের পেজে মাঝে মাঝেই বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার বিশেষ মুহূর্তকে তুলে ধরা হয়। এটা অস্কার কর্তৃপক্ষের তরফে দেওয়া একপ্রকার সম্মান। গোটা বিশ্বের কাছে নানান দেশের সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ বাড়াতেই এই কাজ করে অস্কার কর্তৃপক্ষ। সেই জন্যই এদিন ‘বাজিরাও মস্তানি’র ‘দিওয়ানি মস্তানি হো গয়ি’ গানটির একটি ঝলক পোস্ট করা হয়েছে অ্যাকাডেমির ইনস্টাগ্রামের পেজে।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments