ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/THOff1o-4EI
পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় জল দান কর্মসূচি অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় বিভিন্ন জায়গায় জল দান কর্মসূচি চলছে, প্রচন্ড তাপপ্রবাহ ব…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/THOff1o-4EI
পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় জল দান কর্মসূচি অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় বিভিন্ন জায়গায় জল দান কর্মসূচি চলছে, প্রচন্ড তাপপ্রবাহ বেড়েছে সাধারণ মানুষ কাজের তাগিদেই বিভিন্ন জায়গায় ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছে । সেই সকল মানুষদের কথা ভেবেই অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের উদ্যোগে অটো এবং টোটো চালক ইউনিয়নের পক্ষ থেকে পথ চলতি মানুষদের ঠান্ডা পানীয় জল দান কর্মসূচি চলছে।
বিশেষ সূত্রে জানা যায়,অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের ১৫ তম জন্মদিবস উপলক্ষে সিটি সেন্টার মোড়ে পথ চলতে মানুষকে আখের রস এবং ট্রাফিকদের আখের রস দেওয়া হলো ।উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশনের মুখপাত্র সেখ সেলিম, সৌমিত্র জিতি (সম্পাদক মন্ডলী সদস্য ), পালোয়ানজী (বাঁকুড়া আইমার অবজারভার এবং রাজ্য কমিটির সদস্য ), পূর্ব মেদিনীপুর জেলা সভাপতি চিনাংশু গোস্বামী ।
No comments