ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/cC4eXMwq08Qহলদিয়াতে আসবে অভিষেক ! কপ্টারের মহড়ারাত কাটলে শিল্প শহরে আসবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সম্পাদক তৃণমূল কংগ্রেসের যুব সমাজের নয়নের মনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুত্রে …
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/cC4eXMwq08Q
হলদিয়াতে আসবে অভিষেক ! কপ্টারের মহড়া
রাত কাটলে শিল্প শহরে আসবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সম্পাদক তৃণমূল কংগ্রেসের যুব সমাজের নয়নের মনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুত্রে জানা যায় হলদিয়া সিটি সেন্টার সংহতি ময়দানে কপ্টারে করে নাববে এবং তারপরে শিল্পশহরের সবথেকে বড় নামি হোটেলে রুদ্ধ দ্বার বৈঠক করবেন কর্মীদের নিয়ে । আগামী আসন্ন লোকসভা নির্বাচন। পূর্ব মেদিনীপুর জেলা সহ বেশ কয়েকটি লোকসভা নির্বাচন ২৫ শে মে অনুষ্ঠিত হবে। সেজন্যই প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা এখন প্রচার কাজে ব্যস্ত। রাজনৈতিক প্রচার আসবেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজ ময়দানে আগামী ২৫ এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রায় ৬৮ টি বহুমুখী উন্নয়ন প্রকল্প চালু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এবং কাঁথি লোকসভা কেন্দ্র রয়েছে এই দুই কেন্দ্রে প্রার্থীদের প্রচারে আসছেন বলে সূত্রে জানা যায় তমলুক লোকসভা কেন্দ্রে এবারের প্রার্থী প্রায় ত্রিমুখী লড়াইয়ে হতে চলেছে একদিকে যেমন রয়েছেন বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতি। অপরদিকে সিপিআইএমের প্রার্থী রয়েছেন আইনজীবী সায়ন ব্যানার্জি ,শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন দেবাংশু ভট্টাচার্য্য, এস ইউ সি আই প্রাথী রয়েছেন নারায়ন নায়ক সবমিলিয়ে জমজমাট এখন রাজনৈতিক লড়াই । তবে এখনো অনেক দিন বাকি রয়েছে। নির্বাচনে দিন যত এগিয়ে আসবে ততই রাজনৈতিক তাপ উত্তাপ দুই চলবে। পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আজগর আলি পল্টু জানালেন আগামী কাল ১৫ ই এপ্রিল দুটো সময় হেলিকপ্টারে হয়ে হলদিয়া শিল্পতালুক রানিচক সংলগ্ন সংহতি ময়দানে নামবেন তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় গোল্ডেন রিট্রিট হোটেলে বৈঠক করবেন।
হোটেলে প্রায় ১৫০-২০০ জন বাছাই করা তৃণমূল কংগ্রেসের কর্মী রাজনৈতিক নেতৃত্বদের নিয়ে সভা করবেন তারপরেই তিনি আবার কলকাতায় ফিরবেন বলে জানালেন।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments