Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পঞ্চান্ন রায়চৌধুরী স্মৃতি রক্ষা সমতির পক্ষ থেকে নববর্ষ পালন

পঞ্চান্ন রায়চৌধুরী স্মৃতি রক্ষা সমতির পক্ষ থেকে নববর্ষ পালনচামেলী ভট্টাচার্য - হাওড়া:১লা বৈশাখ শিবপুর পাবলিক লাইব্রেরীর বড়ো হলে পঞ্চান্ন রায়চৌধুরী স্মৃতি রক্ষা সমতির পক্ষ থেকে নববর্ষ পালন করা হয়। অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হ…

 


পঞ্চান্ন রায়চৌধুরী স্মৃতি রক্ষা সমতির পক্ষ থেকে নববর্ষ পালন

চামেলী ভট্টাচার্য - হাওড়া:১লা বৈশাখ শিবপুর পাবলিক লাইব্রেরীর বড়ো হলে পঞ্চান্ন রায়চৌধুরী স্মৃতি রক্ষা সমতির পক্ষ থেকে নববর্ষ পালন করা হয়। অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয় বর্ষীয়ান সাংবাদিক শ্রী রথীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শিবশঙ্কর গুপ্ত, সমীর রায়ৌধুরী, সাংবাদিক উত্তম রায়, হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশনের প্রাক্তন শিক্ষক শ্রী সমর ঘোষ এবং অন্যান্য বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গকে। অনুষ্ঠানে শিশুশিল্পীরা নৃত্যে অংশগ্রহণ করেন। এছাড়াও শ্রেয়সী নৃত্যগোষ্ঠী , ঝুমুর নৃত্যগোষ্ঠী, পঞ্চানন রায়চৌধুরী স্মৃতি রক্ষা সমিতির সংগীতকাররা সমবেত ও একক সঙ্গীত পরিবেশন করেন। ঝুমুর ও শ্রেয়সী নৃত্যগোষ্ঠী থেকেও একক নৃত্য পরিবেশিত করা হয়। স্বরচিত কবিতা পাঠ করেন বিক্রমজিত ঘোষ এবং আবৃত্তি করেন দীনেশ মান্না। একটা রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন শ্রীমতী জবা মান্না। প্রথমদিকে অনুষ্ঠানটি পরিচালনা করেন সমিতির কর্ণধার শ্রীমতী পুষ্প রায়চৌধুরী। সাংস্কৃতিক অংশটি পরিচালনা করেন দেবাঞ্জন চৌধুরী। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর হয়। প্রত্যেকটা সঙ্গীত বাঁশী ও তবলা সহযোগে হয়।



*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে

আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*

WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r

No comments