Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রাক্তন বিচারপতি অভিজিতের বিরুদ্ধে এবার লড়বেন এই প্রতিবাদী চাকরিপ্রার্থী

প্রাক্তন বিচারপতি অভিজিতের বিরুদ্ধে এবার লড়বেন এই প্রতিবাদী চাকরিপ্রার্থীবিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক উল্লেখযোগ্য রায় দিয়েছিলেন। চাকরিপ্রার্থীদের ‘মসিহা’ হয়ে উঠেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচনের প্রা…

 




প্রাক্তন বিচারপতি অভিজিতের বিরুদ্ধে এবার লড়বেন এই প্রতিবাদী চাকরিপ্রার্থী

বিচারপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক উল্লেখযোগ্য রায় দিয়েছিলেন। চাকরিপ্রার্থীদের ‘মসিহা’ হয়ে উঠেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা নির্বাচনের প্রাক্কালে বিচারপতির আসন ছেড়ে জনতার দরবারে হাজির হয়েছেন তিনি। তমলুক আসন থেকে তাঁকে দাঁড় করিয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এবার অভিজিতের বিরুদ্ধেই এক প্রতিবাদী চাকরিপ্রার্থীকে টিকিট দিল আইএসএফ (ISF)। সূত্রে জানা যায়,শনিবার ১৩ ই এপ্রিল রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এর মধ্যে অন্যতম হল তমলুক। হাইভোল্টেজ এই আসন থেকে দাঁড় করানো হয়েছে চাকরিপ্রার্থী মাহিউদ্দিন আহমেদ  ওরফে মাহিকে। চাকরিপ্রার্থীদের ‘মাহি’র বিরুদ্ধে এক চাকরিপ্রার্থীর লড়াই জমে যাবে বলে মত ওয়াকিবহাল মহলের।চাকরিপ্রার্থীদের আন্দোলনের অন্যতম মুখ ছিলেন মাহিউদ্দিন। ধর্মতলার এসএসসি ধর্নামঞ্চের সভাপতিও ছিলেন তিনি। ২০১৬ সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করেন। এবার তিনিই নেমে পড়েছেন ভোট ময়দানে। জয়ী হলে সংসদে বঞ্চিতদের কথা তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি।তমলুকের পাশাপাশি কৃষ্ণনগর, বনগাঁ এবং জঙ্গিপুরের প্রার্থীর নামও ঘোষণা করেছে আইএসএফ। কৃষ্ণনগর থেকে টিকিট দেওয়া হয়েছে আফরোজা খাতুন (মণ্ডল)-কে। বনগাঁয় দাঁড়িয়েছেন দীপক মজুমদার এবং জঙ্গিপুর থেকে লড়ছেন শাহজাহান বিশ্বাস। তবে আইএসএফ সবচেয়ে বড় চমক যে তমলুকে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।আসলে বিচারপতির আসন ছেড়ে অভিজিৎ রাজনীতির ময়দানে নামায় অনেক চাকরিপ্রার্থীই খানিক আশাহত হয়েছিলেন। সেই আবেগটাকেই আইএসএফ হাতিয়ার করতে চাইছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। সেই কারণে অভিজিতের বিরুদ্ধে চাকরিপ্রার্থীকে মাহিউদ্দিনকে টিকিট দেওয়া হয়েছে। এছাড়া তথ্য বলছে নিয়োগ দুর্নীতির ফলে ভুক্তভোগীর সংখ্যা পূর্ব মেদিনীপুরে সবচেয়ে বেশি। তাই এই একটা কারণও থাকতে পারে।অন্যদিকে তৃণমূলের তরফ থেকে ‘অধিকারী গড়’ তমলুকে দাঁড় করানো হয়েছে যুব নেতা দেবাংশু ভট্টাচার্যকে। ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী সিপিআইএমের জোট প্রার্থী হয়েছেন সায়ন ভট্টাচার্য আইনজীবী । ভোট ময়দানে সিপিআইএম তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রার্থী ত্রিমুখী প্রচার শুরু হয়েছিল এবার চতুর্মুখী প্রচার শুরু হবে ? ভোট ময়দানে অভিজিৎ বনাম দেবাংশু ও সায়ন ভট্টাচার্যের লড়াই আগেই জমে উঠেছিল। এবার মাহিউদ্দিন দাঁড়ানোয় তমলুকে চতুর্মুখী লড়াই জমে উঠবে বলে অনুমান।



*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে

আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*

WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r

No comments