১৩৪তম বি আর আম্বেদকরের জন্ম দিবস পালন
ডক্টর বি. আর.আম্বেদকর এর ১৩৪ তম জন্ম দিবস পালন করা হয় দুর্গাচক আম্বেদকর ভবনের সামনে। আয়োজক- হলদিয়া এস.সি, এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি। অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য শিবিরে…
১৩৪তম বি আর আম্বেদকরের জন্ম দিবস পালন
ডক্টর বি. আর.আম্বেদকর এর ১৩৪ তম জন্ম দিবস পালন করা হয় দুর্গাচক আম্বেদকর ভবনের সামনে। আয়োজক- হলদিয়া এস.সি, এস.টি অ্যান্ড ও.বি.সি সমাজ কল্যাণ সমিতি। অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত স্বাস্থ্য শিবিরে স্থানীয় মানুষজন চক্ষু পরীক্ষা করান। আম্বেদকর সমাজে পিছিয়ে থাকা মানুষজনকে এগিয়ে যাওয়ার শক্তি যুগিয়েছেন, আগামী দিনে ডক্টর বি.আর.আম্বেদকর এর আদর্শে সমাজ কল্যাণ সমিতি কাজ করবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। সবুজের অভিযান ফেসবুক পরিবার ও পরিবেশ প্রেমীদের মধ্যে চারা গাছ বিনিময় হয়। যা আগামী দিনে হলদিয়াতে দূষণ প্রতিরোধে সহযোগিতা করবে। বিশিষ্ট ব্যক্তি ছাড়াও আজকের উপস্থিত ছিলেন হলদিয়ার স্নেক সেভার গোপাল সানকি এবং পশুপ্রেমী শঙ্কর রাউত ও চৈতালি মজুমদার। সংগঠনের কর্ণধার রামপদ দাস বলেন আমরা প্রতিবছর এই দিনটি মর্যাদা সঙ্গে পালন করি। শিল্পাঞ্চল এলাকায় দূষণ প্রতিরোধ করার জন্য আমরা গাছের চারা বিনিময়ে কর্মসূচি প্রতি তিন মাস অন্তর করে থাকি।
No comments