১৩ - ১৫ এপ্রিল পর্যন্ত চলবে বইমেলাবাংলা বছরের শেষ ১৩ ই এপ্রিল শনিবার পড়ন্ত বিকেলে চৈত্র সংক্রান্তিতে শুরু হল বইমেলা। কবি সাহিত্যিক প্রাবন্ধিক গল্পকার সকলেই উপস্থিতিতে উদ্বোধন হলো শিবপুর পাবলিক লাইব্রেরির সার্ধশতবর্ষে বইমেলা। উদ্…
১৩ - ১৫ এপ্রিল পর্যন্ত চলবে বইমেলা
বাংলা বছরের শেষ ১৩ ই এপ্রিল শনিবার পড়ন্ত বিকেলে চৈত্র সংক্রান্তিতে শুরু হল বইমেলা। কবি সাহিত্যিক প্রাবন্ধিক গল্পকার সকলেই উপস্থিতিতে উদ্বোধন হলো শিবপুর পাবলিক লাইব্রেরির সার্ধশতবর্ষে বইমেলা। উদ্বোধন করেন অধ্যাপক শ্রীজাত ভদ্র। মঞ্চে উপস্থিত ছিলেন অনুপ চট্টোপাধ্যায় ও সত্যপ্রকাশ তেওয়ারি। সত্যপ্রকাশ তেওয়ারি লিটল ম্যাগাজিনের গুরুত্ব বর্ণনা করেন। শ্রীজাত ভদ্র শিবপুর পাবলিক লাইব্রেরীর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন। ১৪ ই এপ্রিল রবিবার লিটল ম্যাগাজিন সম্পর্কে আলোচনা হয়। কবি সুবোধ সরকারের পাঠানো একটা বার্তা পাঠ করা হয়। সুবোধ সরকার আসতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেন।
সুভাষ মিত্র হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানান ১৩ ই এপ্রিল বইমেলার প্রথম দিন শুরু হয়েছে। চলবে ১৫ ই এপ্রিল পর্যন্ত।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments