পয়লা বৈশাখ, পটাশপুরে ঢাকের তালে শুরু নববর্ষের উদযাপন আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথমদিন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে শুরু হচ্ছে নতুন বছর। বৈশাখ মাসের প্রথম দিনকেই বলা হয় পয়লা বৈশাখ বা নববর্ষ। বাঙালিরা আজকের দিনটিকে আড়ম্…
পয়লা বৈশাখ, পটাশপুরে ঢাকের তালে শুরু নববর্ষের উদযাপন
আজ পয়লা বৈশাখ। বাংলা নববর্ষের প্রথমদিন। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজ থেকে শুরু হচ্ছে নতুন বছর। বৈশাখ মাসের প্রথম দিনকেই বলা হয় পয়লা বৈশাখ বা নববর্ষ। বাঙালিরা আজকের দিনটিকে আড়ম্বরের সঙ্গে উদযাপন করে। পাত পেড়ে ভুরিভোজ তো রয়েছেই। সেইসঙ্গে এই দিনে বিভিন্ন ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নম্বর ব্লকের প্রতাপদিঘীতে কুহেলিকা সঙ্গীত একাডেমির উদ্যোগে ঢাকের তালে শুরু হল নববর্ষের উদযাপন। কচিকাঁচাদের দ্বারা দিনভর পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন স্থানীয় প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাপক সাড়ম্বরে পালিত হল বাংলা নববর্ষের উৎসব। অনুষ্ঠানটি দেখার জন্য ভিড় করেন বহু দর্শনার্থী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুহেলিকা সঙ্গীত একাডেমির কর্ণধার পিয়াঙ্কা জানা (নন্দ), পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি, ব্লকের কর্মাধ্যক্ষ মানস রায়, প্রধান শিক্ষিকা সুতপা জানা, নন্দীগ্রামের বাচিক শিল্পী স্বাগতা প্রামাণিক (রায়), তবলা প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার শ্রীকান্ত জানা, জ্যোর্তিন্ময় পাহাড়ী প্রমুখ।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments