শনিবার থেকে বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টি শুরু হবে
শনিবারের পর আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে না। এদিন থেকেই বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি শুরু হবে। রবিবার তা আরও বাড়বে। আপাতত সোমবার …
শনিবার থেকে বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়-বৃষ্টি শুরু হবে
শনিবারের পর আপাতত কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে না। এদিন থেকেই বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি শুরু হবে। রবিবার তা আরও বাড়বে। আপাতত সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। শুক্রবার কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে গরমের মাত্রা বেড়েছে। পশ্চিমাঞ্চলের কয়েকটি এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়ায়। আবহাওয়াগতভাবে পুরুলিয়া, পানাগড় ও সিউড়িতে শুক্রবারেই প্রথম তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়। রাজ্যের উষ্ণতম স্থান ছিল পশ্চিম বর্ধমানের পানাগড় (৪১.৮ ডিগ্রি সেলসিয়াস)। পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৫ ডিগ্রিতে পৌঁছয়। সিউড়িতে তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি। তিনটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫.৪ ডিগ্রি বেশি ছিল। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪.৫ ডিগ্রি বেশি হলে তাপপ্রবাহ হয়েছে বলে আবহাওয়াগতভাবে বলা হয়। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি। আজ শনিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও বীরভূমে তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বিকেল-সন্ধ্যার পর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। ঘণ্টায় ৪০-৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবি ও সোমবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন ঝড়বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের সব জেলায়। রাজ্য স্বাস্থ্যদপ্তর এদিন তাপপ্রবাহ পরিস্থিতি মোকাবিলা করার জন্য একগুচ্ছ নির্দেশিকাসহ বিজ্ঞপ্তি জারি করেছে। এই ধরনের পরিস্থিতিতে হাসপাতাল- স্বাস্থ্য কেন্দ্র প্রভৃতি জায়গায় কী ধরনের চিকিৎসা ব্যবস্থা তৈরি রাখতে হবে, তা বিস্তারিতভাবে বলা হয়েছে।
No comments