Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নদী ও সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন

নদী ও সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করল প্রশাসননদী ও সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের সবকটি মৎস্য সংগঠনের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন…

 


নদী ও সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন

নদী ও সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করল প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের সবকটি মৎস্য সংগঠনের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরা যাবে না। এই সময়কালে মাছের প্রজনন ঘটে। তাই এই ৬১ দিন পশ্চিমবঙ্গ সংলগ্ন সমুদ্রে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত কোনও জলযান মাছ ধরতে পারবে না।  দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরামের জেলা সভাপতি নারায়ণ দাস বলেন, ‘নির্দেশিকা পেয়েছি। সরকারি নির্দেশ সব মৎস্যজীবীর যথাযথ মেনে চলা উচিত। না হলে ভবিষ্যতে মাছ ধরার ব্যবসার বড়সড় ক্ষতি হতে পারে।’ তিনি জানান, গত কয়েক বছর ধরে সমুদ্রে ইলিশের দেখা কম মিলেছে। এখন থেকে সতর্ক না হলে সমুদ্রে ইলিশ মিলবেই না। সংগঠনের বক্তব্য, মৎস্যজীবীদের জন্য রাজ্য সরকার সমুদ্রসাথী প্রকল্প ঘোষণা করেছে। নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ নেওয়া উচিত। 

No comments