আগ্নেয়াস্ত্র সংক্রান্ত প্রায় ৩০ বছরের পুরনো একটি মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বিরুদ্ধেলোকসভা নির্বাচনের মুখে ধাক্কা খেলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। বিহারের প্রাক্তন মুখ্যম…
আগ্নেয়াস্ত্র সংক্রান্ত প্রায় ৩০ বছরের পুরনো একটি মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে
লোকসভা নির্বাচনের মুখে ধাক্কা খেলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল গোয়ালিয়রের এমপি-এমএলএ আদালত। আগ্নেয়াস্ত্র সংক্রান্ত প্রায় ৩০ বছরের পুরনো একটি মামলায় এই পরোয়ানা জারি করা হয়েছে। ১৯৯৫ সাল থেকে ১৯৯৭ সালের মধ্যে ওই সব আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বেআইনিভাবে সংগ্রহ ও সরবরাহ করা হয় বলে অভিযোগ। সব মিলিয়ে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তবে এর মধ্যে ছয়জনের বিরুদ্ধেই মামলা চলছে। বাকি অভিযুক্তদের মধ্যে ১৪ জন পলাতক ও দু’জন মারা গিয়েছেন। ১৯৯৮ সালে পুলিস এই মামলায় চার্জশিট দিলেও এতদিন তা নিয়ে বিশেষ নাড়াচাড়া হয়নি। লালুপ্রসাদকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও, তিনি আসেননি বলে অভিযোগ। এরপরেই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অসুস্থ লালুপ্রসাদকে গ্রেপ্তার করা নিয়ে জল্পনাও শুরু হয়েছে। অন্যদিকে, উত্তরপ্রদেশের প্রাক্তন মন্ত্রী স্বামীপ্রসাদ মৌর্য, তাঁর সাংসদ মেয়ে সংঘমিত্রা ও আরও তিনজনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করল লখনউয়ের একটি আদালত। বিবাহ সংক্রান্ত একটি মামলায় স্বামীপ্রসাদ, সংঘমিত্রা ও ওই তিনজন আদালতে হাজিরা দেননি বলে অভিযোগ। ওই তিনজনের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক হুমকি ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। দীপককুমার স্বর্ণকার নামে লখনউয়ের এক সাংবাদিক এই অভিযোগ দায়ের করেছিলেন।
No comments