বিজেপির প্রতিষ্ঠা দিবসআজ, শনিবার বিজেপির প্রতিষ্ঠা দিবস। ভোটের ভরা মরশুমেও পার্টির জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সপ্তাহভর বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি রাজ্যের বিজেপি প্রদেশ সভাপতিকে এ সংক্রান্ত লিখিত নির্দেশ …
বিজেপির প্রতিষ্ঠা দিবস
আজ, শনিবার বিজেপির প্রতিষ্ঠা দিবস। ভোটের ভরা মরশুমেও পার্টির জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সপ্তাহভর বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি রাজ্যের বিজেপি প্রদেশ সভাপতিকে এ সংক্রান্ত লিখিত নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জগতপ্রকাশ নাড্ডা। তবে বাংলায় সেই কর্মসূচি আদৌ হবে কি না, তা নিয়ে ধন্দে খোদ বঙ্গ বিজেপির একাংশই। দলের এক নেতার কথায়, ‘রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুঘাটে নিজের লোকসভা কেন্দ্র নিয়ে ব্যস্ত। পার্টির একাধিক সাধারণ সম্পাদক লোকসভার টিকিট পেয়ে পুরুলিয়া কিংবা মেদিনীপুরে পড়ে রয়েছেন। জেলা সভাপতিরাও ব্যস্ত ভোটের প্রচারে। অনেক জেলা সভাপতি নিজেই পদ্ম প্রতীকে প্রার্থী হয়েছেন। ফলে রাজ্য থেকে জেলা —পার্টির সাংগঠনিক কাজ করার লোক পাওয়া কঠিন হয়ে উঠেছে বিজেপির জন্য। আর এখনই এক সপ্তাহ সেবামূলক কাজ, পার্টি অফিস সুসজ্জিত করা, পতাকা উত্তোলন সহ স্থানীয় একাধিক কর্মকাণ্ডের ‘হোমওয়ার্ক’ দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলায় তা কার্যত খাতায়-কলমে থেকে যাবে বলে মনে করছেন ওই আদি বিজেপি নেতা।
No comments