ঈশ্বরকণার জনক ঈশ্বরের কাছে
প্রয়াত হলেন 'ঈশ্বর কণা'র আবিষ্কারক নোবেলজয়ী পদার্থবিদ পিটার হিগস। বার্ধক্যজনিত রোগে ভুগে নিজের বাড়িতেই মঙ্গলবার ব্রিটিশ বিজ্ঞানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তাঁর পরিবার সূত্রের খবর। মৃত্যুকালে তা…
ঈশ্বরকণার জনক ঈশ্বরের কাছে
প্রয়াত হলেন 'ঈশ্বর কণা'র আবিষ্কারক নোবেলজয়ী পদার্থবিদ পিটার হিগস। বার্ধক্যজনিত রোগে ভুগে নিজের বাড়িতেই মঙ্গলবার ব্রিটিশ বিজ্ঞানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে তাঁর পরিবার সূত্রের খবর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বিজ্ঞানীর মৃত্যুসংবাদ দিয়ে শোকপ্রকাশ করেছে ব্রিটেনের এডিনবরা বিশ্ববিদ্যালয়ও। পাঁচ দশকেরও বেশি সময় ধরে সেখানে শিক্ষকতা করা পিটার হিগসকে 'গ্রেট টিচার, মেন্টর'-এর পাশাপাশি তরুণ বিজ্ঞানীদের অনুপ্রেরণা বলেও উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।২০১৩-য় পদার্থবিদ্যায় নোবেল পান পিটার হিগস। খুব সম্ভবত, পুরস্কারপ্রাপ্তির কথা আন্দাজ করেই ওই দিন লোকচক্ষুর অন্তরালে চলে যান বিজ্ঞানী। 'ইলিউসিভ: হাউ পিটার হিগস সলভড দ্য মিস্ট্রি অব মাস' নামে সদ্য প্রকাশিত বিজ্ঞানীর জীবনীতে লেখক ফ্র্যাঙ্ক ক্লোজ় লিখেছেন, 'সাংবাদিকরা যাতে বিরক্ত করতে না-পারে সে জন্যই নোবেল ঘোষণার দিন বাড়ির কাউকে কিছু না-জানিয়ে চলে যান প্রফেসর-সায়েন্টিস্ট হিগস। খুব সম্ভবত সে বারই প্রথম নোবেল প্রাপকের কোট ছাড়াই সেই খবর বেরোয় সব মিডিয়ায়।'
No comments