Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাকা খবর, এই দিন বেরোবে মাধ্যমিক পরীক্ষার ফল!

পাকা খবর, এই দিন বেরোবে মাধ্যমিক পরীক্ষার ফল!পাকা খবর, এই দিন বেরোবে মাধ্যমিক পরীক্ষার ফল! দিনক্ষণ হল চূড়ান্ত২০২৪ সালের মাধ্যমিকের ফল কি প্রকাশিত হতে চলেছে আগামী ২০ এপ্রিল? এই প্রশ্ন নিয়ে আপাতত আলোচনা তুঙ্গে। মধ্যশিক্ষা পর্ষদ অব…

 



পাকা খবর, এই দিন বেরোবে মাধ্যমিক পরীক্ষার ফল!

পাকা খবর, এই দিন বেরোবে মাধ্যমিক পরীক্ষার ফল! দিনক্ষণ হল চূড়ান্ত২০২৪ সালের মাধ্যমিকের ফল কি প্রকাশিত হতে চলেছে আগামী ২০ এপ্রিল? এই প্রশ্ন নিয়ে আপাতত আলোচনা তুঙ্গে। মধ্যশিক্ষা পর্ষদ অবশ্য এই বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি। যা খবর আসছে তার পুরোটাই কানাঘুষোর পর্যায়ে। তবে যদি ২০ এপ্রিল মাধ্যমিকের ফল প্রকাশিত হয় তাহলে পরীক্ষা শেষ হওয়ার ৬৮ দিনের মাথায় পরীক্ষার্থীরা রেজাল্ট জানতে পারবেন।মাধ্যমিক শেষ হওয়ার ৭৫ দিনের মাথায় গত বছর প্রকাশিত হয় ফল। এবার নম্বর জমা দেওয়ার প্রক্রিয়া অনলাইনে হওয়ায় রেজাল্ট প্রকাশের সময়সীমা কম হতে পারে বলে খবর। লোকসভা নির্বাচনের জন্য চলতি বছর এগিয়ে নিয়ে আসা হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। আবার পরীক্ষার ফল প্রকাশের সময় পর্ষদকে মাথায় রাখতে হচ্ছে লোকসভা নির্বাচনের বিষয়টি।পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকে। তারপর পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ রয়েছে ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে এবং ১ জুন। ভোট গণনা হবে ৪ জুন। প্রথম দুদফার মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। তবে সরকারিভাবে দিনক্ষণ এখনো জানানো হয়নি।মাধ্যমিকের ফল অনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার পর পরীক্ষার্থীরা অনলাইনে রেজাল্ট দেখতে পাবেন। অনলাইনে রেজাল্ট দেখার জন্য ভিজিট করতে হবে wbresults.nic.in -এ। এরপর হোমপেজে ক্লিক করতে হবে ‘West Bengal Board of Secondary Exam Results 2024’ অপশনে। নতুন পেজ খুলে গেলে নির্দিষ্ট জায়গায় দিতে হবে রোল নম্বর ও জন্ম তারিখ। এরপর ক্লিক করতে হবে সাবমিট বটনে।উচ্চমাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে। চলতি বছর যে সব পড়ুয়ারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে উঠবেন তারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা পদ্ধতির প্রথম ব্যাচ হতে চলেছেন। একাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার ও দ্বাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীদের মোট চারটি সেমিস্টারের পরীক্ষা দিতে হবে।

No comments