এস ইউ সি আই কমিউনিস্ট দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন
২৪ এপ্রিল এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা,পাঁশকুড়া,কোলাঘাট, জিঞাদা,তমলুক,নোনাকুড়ি,ময়না,হলদিয়া সহ বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যা…
এস ইউ সি আই কমিউনিস্ট দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন
২৪ এপ্রিল এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা,পাঁশকুড়া,কোলাঘাট, জিঞাদা,তমলুক,নোনাকুড়ি,ময়না,হলদিয়া সহ বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। সকালে দলীয় অফিসে দলের রক্ত পতাকা উত্তোলন,প্রতিষ্ঠাতা শিবদাস ঘোষের ছবিতে মাল্যদান,শিবদাস ঘোষের ব্যাজ পরিধান,শপথ বাক্য পাঠ প্রভৃতি কর্মসূচি হয়। বিকালে ওই স্থানগুলিতে প্রতিষ্ঠা দিবসের সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থানের সভায় বক্তব্য রাখেন, দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য সৌরভ মুখার্জী,রাজ্য কমিটির সদস্য নারায়ন অধিকারী,জেলার উত্তর সাংগঠনিক কমিটির সম্পাদক প্রনব মাইতি, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তথা তমলুক লোকসভার দলের মনোনীত প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক প্রমুখ। বক্তারা দল গঠনের ইতিহাস, দলের মুল লক্ষ্য, আন্দোলন সম্পর্কে বিস্তৃত আলোচনার পাশাপাশি আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে যথার্থ বামপন্থী শক্তি হিসাবে এস ইউ সি আই কমিউনিস্ট দলের প্রার্থীদের সমর্থন করার আহ্বান জানান।
No comments