ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/keIrwZhWehk
হলদিয়ার সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে সম্প্রীতির নজির
আজ ২৭ শে রমজান! পবিত্র রমজান মাস চলছে হলদিয়া শিল্প তালুকে সম্প্রীতির নজির গড়লো হলদিয়ার সতীশ সামন্ত চ্যা…
https://youtu.be/keIrwZhWehk
হলদিয়ার সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে সম্প্রীতির নজির
আজ ২৭ শে রমজান! পবিত্র রমজান মাস চলছে হলদিয়া শিল্প তালুকে সম্প্রীতির নজির গড়লো হলদিয়ার সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্ট ।
রমজান উপলক্ষে হিন্দু-মুসলিম মিলে ৭০০০ মানুষের হাতে নতুন বস্ত্র উপহার তুলে দেওয়া হয়।
জানা যায় স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি নিয়ে থাকেন । রবিবার ৭ ই এপ্রিল হলদিয়ার রামনগর কলোনিতে সতীশ সামন্ত ভবনের সামনে পবিত্র রমজান মাসে আনুষ্ঠানিকভাবে এই বস্ত্র বিতরণ করা হয় । স্থানীয় ইদ্রিশ আলি, রমজান, আয়ুব আলী, মানসুরা খাতুন, তুহিন দাস, শেফালী রায়রা নতুন পোশাক পেয়ে রীতিমতো খুশি । এ বিষয়ে সতীশ সামন্ত চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক মিলন মন্ডল হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানিয়েছেন,"সারা বছর ধরে আমরা মানুষের সেবায় কাজ করি । দু:স্থ ছাত্র-ছাত্রীদের বই পোশাক অর্থ সাহায্য, কোথাও পানীয় জলের অবস্থা, কোভিড পরিস্থিতিতে অসহায় মানুষকে খাদ্য সরবরাহ ইত্যাদি কাজ করেছি । এবার রমজান উপলক্ষে হিন্দু -মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে আমরা বস্ত্র বিতরণ করলাম ।" এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদিয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দেবপ্রসাদ মন্ডল, কাউন্সিলর আজিজুল রহমান, জয়ন্তী রায় দণ্ড পাঠ, পম্পা প্রধান, উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর বিশিষ্ট সমাজসেবী শেখ মজাফফর,শিক্ষক অনুপম বিশ্বাস, হরিপদ নস্কর ,সুকুমার শেঠ,সমাজসেবী আস্তিক চট্টোপাধ্যায়, গৌতম গুহ প্রমুখ ।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments