Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বর্গীয় বীরেন্দ্রনাথ মাইতির স্মরণ সভা

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/TxGfTbRrd_c
স্বর্গীয় বীরেন্দ্রনাথ মাইতির স্মরণ সভা
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া থেকে প্রকাশিত ৩৩ বছরের শিল্পবন্দর পত্রিকা ধারাবাহিকভাবেই প্রকাশিত হতো।
শিল্পবন্দর পত্রিকার সম্পাদ…

 


    ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/TxGfTbRrd_c


স্বর্গীয় বীরেন্দ্রনাথ মাইতির স্মরণ সভা


পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া থেকে প্রকাশিত ৩৩ বছরের শিল্পবন্দর পত্রিকা ধারাবাহিকভাবেই প্রকাশিত হতো।


শিল্পবন্দর পত্রিকার সম্পাদক বীরেন্দ্রনাথ মাইতি গত ১৯শে ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছিলেন। তারই স্মৃতির উদ্দেশ্যে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক প্রাবন্ধিক গল্পকার এবং সাংবাদিকগণ এই সভায় উপস্থিত ছিলেন।

পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। সূত্রে জানা যায়, হলদিয়া পৌরসভা প্রেস কর্নারে শিল্প বন্দর পত্রিকার সম্পাদক, সমাজ সংস্কারক, আইনজীবী, প্রাক্তন প্রধান শিক্ষক স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হলো রবিবার ৭ ই এপ্রিল। রবিবার বিকাল তিনটা থেকে শুরু হয় চলে বিকেল পাঁচটা পর্যন্ত।  জানা যায় গত ১৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বীরেন্দ্রনাথ মাইতি।মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর।তা স্মরণসভা অনুষ্ঠিত হলো হলদিয়া পৌরসভার প্রেসকর্নারে। উপস্থিত হয়েছিল রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক ডঃ সুজন কুমার বালা,  আরিফ ইকবাল খান, দুরন্ত বিজলী শিশির কুমার বাগ, শুভঙ্কর দাস সৌমেন মন্ডল মোহনলাল দাস, আইনজীবী বিপ্লব জানা,ভূতনাথ পানিগ্রাহী প্রাক্তন প্রধান শিক্ষক অমীয় কুমার মাইতি ,দুর্গাপদ মিশ্র, দীপক পন্ড, চঞ্চল প্রধান অশোক আচার্য আশিস মিশ্র, শ্যামল সেন অচিন্ত বেরা , লক্ষীকান্ত সামন্ত, সীতারাম মন্ডল,পরিবারের তরফ থেকে উপস্থিত ছিলেন হতভাগ্য স্ত্রী শুক্লা মাইতি, শিলামাইতি দুর্গারানী মাইতি, হরেন্দ্রনাথ মাইতি, সাথী মাইতি, অতীন্দ্রনাথ মাইতি, মিতা প্রামানিক গিরি, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্মরণসভা মঞ্চে শ্রদ্ধার সঙ্গে সংগীত পরিবেশন করেন মা সারদা কয়ার। সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক কবি সাহিত্যিক প্রাবন্ধিক সুজন কুমার বালা। তিনি হলদিয়া বন্দর অনলাইন ডিজিটাল বলেন বাবুর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি আমরা পালন করতাম আগামী দিনেও সেই সকল কর্মসূচি পালন করার মধ্য দিয়ে বিরাট বাবুর অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করার চেষ্টা করব। সঞ্চালনা করেন হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র তিনি বলেন বিরাট বাবু শুধু পত্রিকার সম্পাদক বা আইনজীবী ছিলেন না তিনি বহু স্রষ্টা সৃষ্টি করেছেন অনেকগুলি সংস্থার জন্ম দিয়েছেন। তিনি অন্যায়কে কখনোই প্রশ্রয় দিতেন না এবং অন্যায়ের কাছে মাথা নত করার জন্য কখনোই পরামর্শ দিতেন না। মাথা উঁচু করে সংবাদ পরিবেশন করার জন্য তিনি পরামর্শ দিতেন। তিনি ছিলেন পরোপকারী সমাজ সংস্কারক এবং সংগঠক। তিনার দ্বারাই বহু পত্রপত্রিকা জন্ম লাভ করেছে বহু সংস্থা কলেবর হয়েছে। উনার অসমাপ্ত কাজ কয়েকটি রয়ে গেছে আমরা সকলে মিলেই সেই অসমাপ্ত কাজকে সমাপ্ত করব। তিনার তৈরি সাহিত্য বাসর যখন একজন বক্তা আর সকলেই শ্রোতা ঐক্যতান গড়ে উঠেছিল হলদিয়া ভবানীপুর থানার সামনে শ্রীকৃষ্ণ ও রাধিকা মন্দির রয়েছে দীর্ঘ প্রায় সাত বছর ধরে মাসিক সভা তিনি করতেন সেই সভা যাতে নিয়মিত চলে সেদিকেও আমাদের সকলকে এক হয়ে সভা গুলি পরিচালনা করার মধ্য দিয়ে দিতে হবে। শুভ মঞ্চে ছোট ভাই স্মৃতি তখন করলেন বড় ভাই হরেন্দ্র নাথ মাইতি তিনি কবিতার মধ্য দিয়ে তার স্মৃতিতর্পণ তুলে ধরলেন সকলের সামনে। ছাত্র-শিক্ষক বন্ধু অশোক আচার্য বীরেন্দ্রনাথ মাইতির বিভিন্ন দিক তুলে ধরলেন । ভ্রমণপিপাসু সীতারাম মন্ডল বীরেন্দ্র মাইতিকে নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন সেই ভ্রমণের বিরল ঘটনা আজকের এই সভায় তুলে ধরেন। প্রাবন্ধিক গল্পকার ভূতনাথ পানিগ্রাহী ছোট্ট কথাই তিনি বললেন জল আর মাছের সম্পর্ক তেমন, আইনজীবী বিপ্লব জানা তিনিও আলোকপাত করেন। বীরেন্দ্র মাইতি এবং ভূতনাথ পানিগ্রাহী সম্পর্ক ঠিক সেই রকমই। ছেলে অতন্দ্র তিনি বলেন সূর্য ছাড়া পৃথিবী অন্ধকার ঠিক তেমনি আমার বাবাকে হারিয়ে আমরা অভিভাবকহীনের মতো অন্ধকারে রয়েছি। সভাতে কবিতায় গানে বিভিন্নভাবে স্বর্গীয় বীরেন্দ্রনাথ মাইতির সম্পর্কে কবি- সাহিত্যিক যারা ছিলেন বীরেন্দ্রনাথ মাইতি বিভিন্ন দিক তুলে ধরেন।



*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে

আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*

WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r

No comments