মহকুমার আদালতে জল দান কর্মসূচিদীর্ঘ কয়েক দিন ধরে ব্যাপক প্রবাহ চলছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে স্কুল কলেজ ছুটি দেওয়া হয়েছে। দীর্ঘ কয়েক দিন ধরে মহকুমার আদালতে গ্লোকোন ডি জল খাওয়ানো হচ্ছে। কবে বৃষ্টি হবে তার কোন এখনো এখ…
মহকুমার আদালতে জল দান কর্মসূচি
দীর্ঘ কয়েক দিন ধরে ব্যাপক প্রবাহ চলছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে স্কুল কলেজ ছুটি দেওয়া হয়েছে। দীর্ঘ কয়েক দিন ধরে মহকুমার আদালতে গ্লোকোন ডি জল খাওয়ানো হচ্ছে।
কবে বৃষ্টি হবে তার কোন এখনো এখনো সতর্কবার্তা পাওয়া যায়নি। আগামীকাল ৩০ শে এপ্রিল দীর্ঘ ১০০ বছরে রেকর্ড অতিক্রম করবে দাবদাহের জন্য।প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে বৃষ্টির দেখা নেই। তারই মধ্যেই সপ্তাহের প্রথম দিন। অফিস আদালত খোলা রয়েছে। যদিও স্কুল কলেজ বন্ধ। পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমার আদালতে বার অ্যাসোসিয়েশন এর উদ্যোগে আগত সমস্ত বিচার প্রার্থী দের জন্য ওয়ারেস জল বাতাসা ব্যবস্থা করল জানালেন বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিমল কুমার মাজী, এবং সহ-সম্পাদক বিপ্লব জানা। হলদিয়া ল ক্লাক নেতৃত্ব মহাদেব ভূঁইয়া তিনি বলেন আমাদের যৌথ উদ্যোগে জল দান কর্মসূচিতে আমি অংশগ্রহণ করে খুবই আনন্দিত পেলাম।
No comments