Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কুকড়াহাটি দীঘা রুটে বাস বন্ধ?

কুকড়াহাটি দীঘা রুটে বাস বন্ধ?প্রচন্ড তাপপ্রহাও চলছে তারই মধ্যে কিছু মানুষ স্বস্তি পাওয়ার জন্য ছুটে যায় এক প্রান্তে কুকুরহাটি থেকে সুন্দরী দীঘায় বেড়াতে বা চন্দনেশ্বর পূজা দিতে। হলদিয়া শিল্পাঞ্চল এলাকা থেকে কোন ট্রেন ব্যবস্থা…

 




কুকড়াহাটি দীঘা রুটে বাস বন্ধ?

প্রচন্ড তাপপ্রহাও চলছে তারই মধ্যে কিছু মানুষ স্বস্তি পাওয়ার জন্য ছুটে যায় এক প্রান্তে কুকুরহাটি থেকে সুন্দরী দীঘায় বেড়াতে বা চন্দনেশ্বর পূজা দিতে। হলদিয়া শিল্পাঞ্চল এলাকা থেকে কোন ট্রেন ব্যবস্থা নেই ? সরকারি এস বি এস টি সি বাস চলত সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। কেবলমাত্র মানুষের ভরসা ছিল দিঘা যেতে হলে বেসরকারি বাসের উপর। জানা যায় কুকড়াহাটি থেকে দীঘা এবং কুকড়াহাটি থেকে হিজলি পর্যন্ত প্রায় ৪৫ টা বাস চলত। সেই বাসগুলি আজ থেকে বন্ধ করে দিল মালিকপক্ষ। দিন দিন -ডিজেল মূল্যবৃদ্ধি হয়েছে কিন্তু রাজ্য সরকার কোন মতেই  বাসের ভাড়া বৃদ্ধি করেনি। সূত্রে জানা যায়, কিছু অসাধু বাস মালিক রয়েছেন বাসের ড্রাইভার কন্টাকটার কে বার্ধ করতেন বেশি মূল্যে ভাড়া নেওয়ার জন্য। আরর্টিআই কাছে সর্বশেষ খবর অনুযায়ী ২০১৮ সালে বাসের ভাড়া বৃদ্ধি হয়েছিল কুকড়াহাটি থেকে হিজলি কুকড়াহাটি থেকে দিঘা।  দীঘা থেকে কুকড়াহাটি পর্যন্ত ভাড়া ছিল ৮৫ টাকা। কিন্তু -ডিজেল মূল্যবৃদ্ধির ফলে ন্যূনতম বাস ভাড়া ১০ টাকা করেছেন। কিন্তু অসাধু বাস মালিক তারা নিজেরাই সিদ্ধান্ত করে বাসের ভাড়া বৃদ্ধি করেছিলেন ৮৫ টাকার মূল্য ভাড়ার কাছে ১৫০ টাকা ভাড়া নিতে বাধ্য করতেন ড্রাইভার কন্টাকটার কে বাসের মালিকগণ। এ নিয়ে কোথাও কোথাও সাধারণ যাত্রীদের সঙ্গে বাসের  ড্রাইভার হেলপারদের সাথে বচসাও হয়েছে। কিন্তু কাজের তাগিদে বাস মালিকদের কথা অনুযায়ী বাধ্য হয়ে তাদের ৮৫ টাকার ভাড়া ১৫০ টাকায় নিতে হতো। এ নিয়ে কিছু বাস মালিক কে বারবার বলেও কোন কর্ণপাত করেননি জানালেন ড্রাইভার হেলপার একাংশ। হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন পূর্ব মেদিনীপুর জেলায় ইউনিফাইড বাস অনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক শিব প্রসাদ বেরা তিনি বলেন স্থানীয় দুষ্কৃতীরা বাস ব্যবসাটাকে তোলাবাজি নেওয়ার জন্য চেষ্টা করছে।  বাস মালিক সহমত না হয়ে বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।  সাধারণ মানুষকে বিভ্রান্ত করছেন যাত্রী সুরক্ষা কমিটি নাম নিয়ে মানুষদের ভুল বুঝানোর চেষ্টা করছে। বাসের মালিক গন কখনোই কাউকে চাপ সৃষ্টি করত না। যখন বাসের ভাড়া ৮৫ টাকা ছিল যারা ডেলি প্যাসেঞ্জারী ছিলেন তারা অনেক কম দিয়েই যেতেন কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি ডিজেলের মূল্য বৃদ্ধি হয়েছে বাসের ভাড়া  বৃদ্ধি হয়নি সরকার যা নির্ধারিত ভাড়া নেওয়া হয়।  তিনি বলেন কেবলমাত্র যারা বাস রিজার্ভ করে বিশেষ করে চৈত্র মাস যারা উড়িষ্যার চন্দনেশ্বর যেতেন তাদের জন্যই কেবলমাত্র দেড়শত টাকা নেওয়া হত। না হলে স্বাভাবিক দীঘা পর্যন্ত যা বাসের ভাড়া যেটাই সেটাই নেওয়া হয়। তবে গতকাল  সুতাহাটা থানা লিখিতভাবে ওই সকল রুটের বাসের মালিকগণ  থানায়  ও  জেলা প্রশাসনকে জানিয়েছেন। প্রচন্ড তাপপ্রবাহ যখন সুন্দরী দীঘায় মানুষ যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে পড়েছেন হঠাৎই কোন নোটিশ না দিয়েই কুকড়াহাটি দীঘা পর্যন্ত রুটে সমস্ত বাস বন্ধ । সকাল থেকে দাঁড়িয়ে রয়েছে কুকড়াহাটি চৈতন্যপুর ব্রজলালচক বাসস্ট্যান্ডে মানুষ দীঘা যাওয়ার জন্য কিন্তু হঠাৎ বাস বন্ধ কেন? নিত্যযাত্রী --- বলেন খোঁজখবর নিয়ে জানা গেল তারা নিজেদের স্বার্থের জন্য এই বাস বন্ধ করে রেখেছেন। কটাক্ষ করেছেন ভারতীয় মজদুর সংঘ রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন দীর্ঘদিন দাবি করেও কোন কর্ণপাত করেননি বর্তমান সরকার পাসের জেলা ও রাজ্য থেকে বহু মানুষ আসেন সুন্দরী দীঘাতে বেড়াতে কিন্তু শিল্প শহর হলদিয়ার মানুষ  দিঘাতে যাওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধা হয়ে থাকে। সরকারি এস বি এস টি বাস চলত সেটাও বন্ধ হয়ে রয়েছে। বারবার বলেও কোন লাভ হয়নি হঠাৎ এই ধরনের বাস বন্ধ তা মানুষের বিশেষ করে সপ্তাহের প্রথম দিন স্কুল কলেজ বন্ধ থাকলেও অফিসে বিভিন্ন মানুষ কাজ করেন তারা যেতে পারছেনা অবিলম্বে জেলা প্রশাসনকে হস্তক্ষেপ করার আবেদন করলেন।

No comments