গাছ লাগানোর বার্তা - বিশ্বনাথ মান্না
গাছ লাগালে জীবন বাঁচে একথা সবাই জানে,তবু সবাই নিধিরাম সর্দার বিপদ ডেকে আনে।এখন ও সময় আছে লাগাও সবে গাছ ,নইলে গরম বাড়বে আরও লেগে পড়ো আজ ।
গাছ লাগানোর বার্তা - বিশ্বনাথ মান্না
গাছ লাগালে জীবন বাঁচে
একথা সবাই জানে,
তবু সবাই নিধিরাম সর্দার
বিপদ ডেকে আনে।
এখন ও সময় আছে
লাগাও সবে গাছ ,
নইলে গরম বাড়বে আরও
লেগে পড়ো আজ ।
No comments