পবিত্র পাপমোচনী একাদশী!
যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে এই একাদশীর মাহাত্ম্য জিজ্ঞেস করলে শ্রীকৃষ্ণ বললেন যে, এই একাদশী সমস্ত সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই তিথির নাম 'পাপমোচনী এক…
পবিত্র পাপমোচনী একাদশী!
যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে এই একাদশীর মাহাত্ম্য জিজ্ঞেস করলে শ্রীকৃষ্ণ বললেন যে, এই একাদশী সমস্ত সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়। সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই তিথির নাম 'পাপমোচনী একাদশী।'
প্রাচীনকালে মেধাবী ঋষি চৈত্ররথ নামে পুষ্প উদ্যানে বসে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাঁকে বশীভূত করতে চাইলেও অভিশাপের ভয়ে আশ্রমের ২ মাইল দূরে বীণা বাজিয়ে গান গাইতে লাগলো। একদিন দুইজন দুইজনকে দেখে উভয়েই কামবাণে পীড়িত হলো। ঋষি তাঁর সাধন-ভজন ছেড়ে সেই অপ্সরার সাথে প্রায় ৫৬ বছর অবস্থান করলেন। যদিও তাঁরা বহু বছর একত্রে থাকলেন, ঋষির কাছে অর্ধরাত্রি বলে মনে হলো। যখন তিনি জানতে পারলেন প্রকৃতপক্ষে তাঁর ৫৬ বছর সহবাসে অতিবাহিত হয়েছে, তখন তিনি রেগে অপ্সরাকে পিশাচী হওয়ার অভিশাপ দিলেন। সে ক্ষমা চাইলে ঋষি তাকে শাপ মোচনের জন্য চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয়া পাপমোচনী একাদশী পালনের কথা বললেন। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী প্রায়শ্চিত্ত করতে চাইলে তাঁর পিতা তাঁকে চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয়া পাপমোচনী একাদশী পালনের কথা বললেন। এই একাদশী পালনে উভয়েই পাপ থেকে মুক্ত হলেন।
যারা এই একাদশী পালন করে, তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গো-দানের ফল লাভ হয়।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments