Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

এলাকা দখলের লড়াই স্বর্ণ ব্যবসায়ীদের? ভয়েস রেকর্ডিং ভাইরাল

এলাকা দখলের লড়াই স্বর্ণ ব্যবসায়ীদের?চলছে বৈশাখ মাস! বিয়ের মরশুম তাই সোনার অলংকার কেনার জন্য মানুষ হুমড়ে পড়ে বিভিন্ন দোকানে যে সকল দোকানগুলি স্বচ্ছতা, সততা, এবং ভদ্র ব্যবহার করেন সেই সকল দোকানেই সাধারণ মানুষ ছুটে যায় সোনার অ…

 



এলাকা দখলের লড়াই স্বর্ণ ব্যবসায়ীদের?

চলছে বৈশাখ মাস! বিয়ের মরশুম তাই সোনার অলংকার কেনার জন্য মানুষ হুমড়ে পড়ে বিভিন্ন দোকানে যে সকল দোকানগুলি স্বচ্ছতা, সততা, এবং ভদ্র ব্যবহার করেন সেই সকল দোকানেই সাধারণ মানুষ ছুটে যায় সোনার অলংকার কিনতে। সে দোকান ছোট হোক আর বড়ই হোক সরকারি হলমার্ক যুক্ত সোনার অলংকার কেনার জন্য। তবে বড় ব্যবসায়ীদের একটা এলাকায় বড় মাপের বিজ্ঞাপন চলে তারই সাথে ক্রেতা সাধারণের বিভিন্ন উপঢৌকন দেবার প্রচার চলে। তাহলে ছোট ব্যবসায়ী বলে বড় ব্যবসায়ী মোবাইল ফোনে হুমকি দেবে? এটা কি ধরনের সভ্যতা? সূত্রে জানা যায়,পৌর ও পঞ্চায়েত এলাকায় কোন বিজ্ঞাপনের বোর্ড লাগাতে গেলে তাদের নির্দিষ্ট করে বিজ্ঞাপন বাবদ একটা টাকা জমা দিতে হয়। তারপরেও কেন এই ধরনের হুমকি? অল্প পুঁজি দিয়ে দোকান করছে বলেই কি এই হুমকি। এখন সোশ্যাল মিডিয়ায় ভয়েস রেকর্ডিং ভাইরাল। খবরের জন্য এই ভয়েস রেকর্ডিং সত্যতা যাচাই করা হয়নি।হলদিয়ার একজন স্বনামধন্য স্বর্ন ব্যবসায়ী অর্থাৎ হলদিয়ার বিখ্যাত মেগাশপের মালিক হলদিয়ার অন্য একজন ছোট স্বর্ন ব্যবসায়ীকে কি ভাষায় ধমকাচ্ছেন এবং কিভাবে শাসিয়ে নিজের ক্ষমতা প্রয়োগ করছেন, ওনার মুখের ভাষার দ্বারা ওনার চরিত্র প্রকাশ পাচ্ছে।দীর্ঘ দিন ধরে হুমকি পাওয়া ছোট স্বর্ন ব্যবসায়ী এবং ওনার একমাত্র পুত্র হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানিয়েছেন, সমস্ত ছোট স্বর্নশিল্পী এবং সমস্ত ছোট স্বর্ন ব্যবসায়ীদের এই ধরনের স্বনামধন্য বড় স্বর্ন ব্যবসায়ীদের চোখ রাঙানীকে ভয় না পেয়ে সম্মানের সঙ্গে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারন মানুষের ব্যবহারই মানুষের পরিচয়।





*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে

আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*

WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r



No comments