Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মাস মাইনে- শান্তালতা বিশই সাহা

মাস মাইনে- শান্তালতা বিশই সাহা 
মাস মাইনের প্রথম সপ্তাহ।গৃহকর্তার আওয়াজে  বাদশাহী মেজাজ খানদানি ঠাট।"হারে রে রে রে রে আমায় রাখবে ধরে কে  রে"চালচলন? যেন চেঙ্গিশ খান,কর্তৃত্ত্ব একারএকাই একশসবাই  কেবল হুকুম তামিলে ব‍্যস্ত। 

 



মাস মাইনে- শান্তালতা বিশই সাহা 


মাস মাইনের প্রথম সপ্তাহ।

গৃহকর্তার আওয়াজে  

বাদশাহী মেজাজ খানদানি ঠাট।

"হারে রে রে রে রে 

আমায় রাখবে ধরে কে  রে"

চালচলন? 

যেন চেঙ্গিশ খান,

কর্তৃত্ত্ব একার

একাই একশ

সবাই  কেবল হুকুম তামিলে ব‍্যস্ত। 


মাস মাইনের দ্বিতীয় সপ্তাহ।

গৃহকর্তা বাদশাহী মেজাজ ছেড়ে

হয়ে যান, 

কিনুগোয়ালার গলির হরিপদ কেরানি।

করুণ রাগিনীর আলাপে 

রাজছত্র মিশে যায় ছেঁড়া ছাতায়,

বিনীত মৃদুমন্দ শব্দ সমীরণে। 


মাস মাইনের তৃতীয় সপ্তাহ। 

গৃহকর্তা সকাল থেকেই হাবভাব

যেন রামকৃষ্ণ।

পূজো পূজো চোখ

উড়ু উড়ু কান

চোখে পড়ে না

ভগ্ন তাজমহল।

গৃহিণীর চিল চিৎকারও কানে ঢুকে না,

কারণ?

সংসারে থাকবে কেমন করে!

"পাঁকের মধ‍্যে প‍্যাকাল যেমন"

কোন অঘটন বিঘটনে 

প‍্যাকালের কাঁপা কাঁপা গন্ধ থেকে উঠে আসে

"আমি সখাত সলীলে ডুবে মরি শ‍্যামা

দোষ কারও নয় গো মা"।


মাস মাইনের চতুর্থ সপ্তাহ।

গৃহকর্তা বাজারের ব‍্যাগ হাতে

ঠিক যেন রামপ্রসাদ

"চাই না মাগো রাজা হতে

রাজা হবার সাধ নাই মাগো 

দুবেলা যেন পাই মা খেতে"।

বোতাম বিহীন জামা

আয়রনবিহীন প‍্যান্ট।

ইংরেজী জামানার

প্লেন লিভিং অ‍্যাণ্ড হাই থিঙ্কিং। 


মাসের শেষ কটা দিন।

গৃহকর্তার অবস্থা

যেন সিক্ বেডের পরীক্ষার্থী,

চোখে যেটুকু ফাঁক 

এঁটে থাকে ক‍্যালেন্ডারের পাতায়,

হাত দুটি নাচানাচি করে 

খুচরো পয়সার টানে।।


মাস মাইনের পয়লা তারিখ।

গৃহকর্তা উপোসী, দধিচী হাড়ে 

বুক চাপড়ে তড়াক করে

নিমেষে ধরেন নজরুল,

"আমি তাই করি ভাই

যখন চাহে এ মন যা...."।।

No comments