নাগরিক সমাজের উদ্যোগে মতবিনিময় সভা
তমলুক লোকসভা কেন্দ্রে এসইউসিআই (কমিউনিস্ট)'র প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে মেচেদার নাগরিক সমাজের উদ্যোগে মতবিনিময় সভা আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে এস ইউ সি আই…
নাগরিক সমাজের উদ্যোগে মতবিনিময় সভা
তমলুক লোকসভা কেন্দ্রে এসইউসিআই (কমিউনিস্ট)'র প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে মেচেদার নাগরিক সমাজের উদ্যোগে মতবিনিময় সভা
আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের প্রার্থী মনোনীত হয়েছেন নারায়ণ চন্দ্র নায়ক। নারায়ণবাবু তমলুক মহকুমা তথা পূর্ব মেদিনীপুর জেলার নানা সমস্যা সমাধানের দাবীতে গড়ে ওঠা বহুমুখী গণআন্দোলনের অন্যতম পরিচিত মুখ। আজ মেচেদার নাগরিক সমাজের উদ্যোগে বিদ্যাসাগর স্মৃতি ভবনের রোকেয়া সভাঘরে প্রার্থীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এলাকার আইনজীবি-ডাক্তার-শিক্ষক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ ও নাগরিক সমাজের প্রতিনিধিগন।
প্রার্থী ছাড়াও বক্তব্য রাখেন দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমল সাঁই। সভায় সভাপতিত্ব করেন ডাঃ বিশ্বনাথ পড়িয়া। নাগরিক সমাজের পক্ষে বক্তব্য রাখেন গনেন রায়, সতীশ চন্দ্র বেরা,রাম পদ পাখিরা।
কমল সাঁই তার বক্তব্যে দেশের রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক পরিস্থিতি তুলে ধরে বলেন,কেন্দ্র ও রাজ্য সরকারের বর্তমান ও পূর্বের ক্ষমতাসীন দলগুলির শ্লোগান-বক্তব্য ও পতাকার রঙ আলাদা হলেও আসলে কংগ্রেস,বিজেপি,তৃনমূল,সিপিএম সহ ওই সমস্ত দলগুলিই বড়লোকের স্বার্থরক্ষাকারী দল। অন্যদিকে আমাদের দল গরীব-মেহনতী-শ্রমজীবি মানুষের বাঁচার বিভিন্ন দাবী সহ জেলার সামগ্রিক উন্নয়নের দাবীতে লাগাতর দীর্ঘস্থায়ী আন্দোলন চালাচ্ছে।
সভার সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া ওই আন্দোলনের কন্ঠস্বরকে লোকসভার অভ্যন্তরে পৌঁছে দিতে বহুমুখী আন্দোলনের পরিক্ষিত সৈনিক নারায়ণ চন্দ্র নায়ককে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
No comments