ভিডিও দেখতে ক্লিক করুন https://youtu.be/Pxgjt1rHuYUডালিম্ব চক গ্রামে বিদ্যাসাগর ক্লাবের ৩০ তম বর্ষে বাসন্তী পূজা
আজ মহানবমী! পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকদ্ব…
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/Pxgjt1rHuYU
ডালিম্ব চক গ্রামে বিদ্যাসাগর ক্লাবের ৩০ তম বর্ষে বাসন্তী পূজা
আজ মহানবমী! পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চকদ্বীপা অঞ্চল ডালিম্বচক গ্রামে বিদ্যাসাগর কাবের উদ্যোগে শ্রী শ্রী বাসন্তী পূজা ৩০ তম বর্ষের পদার্পণ করল।
ষষ্ঠি থেকে শুরু হয়েছে বাসন্তী মায়ের পূজা অর্চনা। বিভিন্ন সামাজিক কাজ সারা বছর ধরে এই ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়। কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা সভা, দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া, দুঃস্থ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার সামগ্রী তুলে দেওয়া হয়। পুজোকে কেন্দ্র করে ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান তারই সাথে লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে যাত্রা অনুষ্ঠান। অষ্টমীর দিনে প্রায় ছয় হাজার মানুষদের অন্য প্রসাদ তুলে দেওয়া হয়েছিল। আজ নবমী তে কুমারী পূজা এলাকার মানুষের মধ্যে উৎসাহ দেখা যায় এবং দশমীতে প্রায় ৫ হাজার মানুষের জন্য প্রসাদ বিতরণ এবং বিশেষ আকর্ষণ দশমীর সিঁদুর খেলা জানালেন ক্লাবের প্রতিষ্ঠাতা শচীনন্দন সান্ধকী ও ক্লাবের সম্পাদক প্রণব সান্ধকী বলেন আমরা সারা বছর বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি।
*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে
আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*
WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r
No comments