চৈত্র পরব 'গাজন' কথা
বাংলার বহু লোক উৎসবের মধ্যে গাজন উৎসব আধুনিক যুগেও বিশেষ স্থান করে নিয়েছে। যদিও এটি প্রধানত গ্রামীণ বাংলায় পালিত হয়। হিন্দুরা প্রধানত চৈত্র মাসের শেষ দুই দিনে উৎসব পালন করে। সূর্য যখন মীন রাশিতে প্রবেশ…
চৈত্র পরব 'গাজন' কথা
বাংলার বহু লোক উৎসবের মধ্যে গাজন উৎসব আধুনিক যুগেও বিশেষ স্থান করে নিয়েছে। যদিও এটি প্রধানত গ্রামীণ বাংলায় পালিত হয়। হিন্দুরা প্রধানত চৈত্র মাসের শেষ দুই দিনে উৎসব পালন করে। সূর্য যখন মীন রাশিতে প্রবেশ করবে এই সময়টিকে চৈত্র সংক্রান্তি বলা হয়।লোকেরা এই সময়কালে তাদের ঈশ্বরের প্রতি আত্মনিবেদন করে উপবাস পালন করে। সাধারণভাবে বাংলা ভাষায় গাজন শব্দটি এসেছে উৎসবের সময় সন্ন্যাসীদের দ্বারা উৎপন্ন গর্জন শব্দ থেকে। আবার অনেকে মনে করেন যে 'গা' অর্থে গ্রাম এবং 'জন' মানুষ। যা মানুষের উৎসব নির্দেশ করে। গাজনের সঙ্গে কিছুটা বৌদ্ধ ধর্মের প্রভাব লক্ষ্য করা যায়। দক্ষিণবঙ্গে গাজনের সময় চড়ক পুজো, নীল পুজো, ধর্মরাজের পুজো করা হয়। মূলত নিম্নশ্রেণীর মানুষরা এর সাথে যুক্ত হয়। এই পুজোর অঙ্গ হিসেবে সন্ন্যাসী ধারণ, সংসাজা, দণ্ডিকাটা, বাণফোঁড়া, আগুনের উপর দিয়ে হাঁটা, কাটা ঝাঁপ ইত্যাদি যুক্ত। আবার উত্তরবঙ্গের অবিভক্ত মালদা, দুই দিনাজপুর ও জলপাইগুড়িতে হয় গম্ভীরা ও মুখোশ নৃত্য। গাজন প্রকৃতপক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষি সম্প্রদায়ের সাথে সম্পর্কিত ব্যক্তিদের সাথে যুক্ত।
No comments