কমিশনে ৭৩ হাজার আবেদন, পশ্চিমবঙ্গ দ্বিতীয়
সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে বাধা আসছে। বিরোধীদের অভিযোগ, সব জেনেও চুপ নির্বাচন কমিশন। সেই অভিযোগের ‘সাফাই’ দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানালেন, সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নি…
কমিশনে ৭৩ হাজার আবেদন, পশ্চিমবঙ্গ দ্বিতীয়
সুষ্ঠু এবং অবাধ নির্বাচনে বাধা আসছে। বিরোধীদের অভিযোগ, সব জেনেও চুপ নির্বাচন কমিশন। সেই অভিযোগের ‘সাফাই’ দিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার জানালেন, সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করানোই তাঁদের লক্ষ্য। বিরোধীদের অভিযোগ খণ্ডন করতে রবিবার কমিশন জানিয়েছে, কোন রাজ্যে কত জনসভা, মিটিং, মিছিলের অনুমোদন দেওয়া হয়েছে। জনসভা, রোড শো, গাড়ির পারমিট, হেলিকপ্টার ওড়ার মতো নানা বিষয়ে এখনও পর্যন্ত কমিশনের কাছে ৭৩ হাজার ৩৭৯ আবেদন জমা পড়েছে। তার মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। সবার আগে তামিলনাড়ু। ভোট ঘোষণার পর গত ২০ দিনেই ৬০ শতাংশ আবেদন অনুমোদন দেওয়া হয়েছে। ৬ হাজার ৬৯৫টি আবেদন বিবেচনাধীন। বাকি বাতিল করে দেওয়া হয়েছে। কমিশন জানিয়েছেন, দল তথা প্রার্থীর সভা, সমাবেশ, প্রচার সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গ থেকে এখনও পর্যন্ত ১১ হাজার ৯৭৬টি আবেদন জমা পড়েছে। তামিলনাড়ু থেকে ২৩ হাজার ২৩৯। প্রধানমন্ত্রীর নিজের রাজ্য গুজরাতে ভোটের প্রচার সংক্রান্ত আবেদন জমা পড়েছে অনেক কম। মাত্র ৬৪৮।
No comments