মধ্যরাতে 'সূর্যগ্রহণ', নজর রাখবে 'আদিত্য'
আজ বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে পৃথিবী। এটাই বছরের প্রথম সূর্যগ্রহণ। উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকা থেকে তা দেখা যাবে। গ্রহণের সময় চাঁদের ছায়ায় প্…
মধ্যরাতে 'সূর্যগ্রহণ', নজর রাখবে 'আদিত্য'
আজ বছরের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকতে চলেছে পৃথিবী। এটাই বছরের প্রথম সূর্যগ্রহণ। উত্তর আমেরিকার বিস্তীর্ণ এলাকা থেকে তা দেখা যাবে। গ্রহণের সময় চাঁদের ছায়ায় প্রায় সাড়ে সাত মিনিট ধরে ঢাকা থাকবে সূর্যের আলো। শুধু দেখা যাবে বাইরের অংশ। ভারত থেকে গ্রহণ দেখা যাবে না ঠিকই। কিন্তু মহাকাশ থেকে গ্রহণ দেখতে কেমন হবে, তার দিকে নজর রাখবে ভারতের আদিত্য-এল১। বর্তমানে ইসরোর তৈরি এই সৌরযানের ঠিকানা ল্যাগরেঞ্জ পয়েন্ট ১ (এল১)। পৃথিবী থেকে যার দূরত্ব ১৫ লক্ষ কিলোমিটার। সেখান থেকেই গ্রহণের সূর্যের ছবি তুলবে আদিত্য-এল১। ইসরোর এই অত্যাধুনিক সৌরযানে মোট ছ’টি যন্ত্র রয়েছে। তার মধ্যে দু’টি যন্ত্রকে গ্রহণের সময় সূর্যকে পর্যবেক্ষণে ব্যবহার করা হবে। নাসা জানিয়েছে, সূর্যগ্রহণ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো এবং উত্তর আমেরিকার অন্যান্য অংশ সহ বিভিন্ন দেশে দৃশ্যমান হবে। মোট সূর্যগ্রহণের সময়: পৃথিবী জুড়ে প্রায় কয়েক ঘন্টাব্যাপী গ্রহণের লাইভ ভিউ দেখতে পারেন। সূর্যগ্রহণ ৮এপ্রিল রাত 9:12 (IST) এ শুরু হবে এবং ৯ এপ্রিল গভীর রাত 2:22 টোয় শেষ হবে। ৫ঘণ্টার বেশি সময় গ্রহণ চলবে।
No comments