শিল্প তালুকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টিপূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া হলদি নদীর ধার থেকে দেহ উদ্ধার।হলদিয়া দুর্গাচক থানা ইট ভাটা থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম বাদল মাজি(২৪)। বাড়ি বিহা…
শিল্প তালুকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি
পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়া হলদি নদীর ধার থেকে দেহ উদ্ধার।হলদিয়া দুর্গাচক থানা ইট ভাটা থেকে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম বাদল মাজি(২৪)। বাড়ি বিহারে। তিনি দুর্গাচক থানার হুগলি নদীর ধারে ইটভাটায় কাজ করতেন। কোনওভাবে ইটভাটার পুকুরে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। মৃতদেহে খুবলে খাওয়ার চিহ্ন রয়েছে। দুর্গাচক থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। রবিবার হলদিয়া মহকুমা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তদন্তে নেমেছেন দুর্গাচক থানার পুলিশ।
No comments