এগরা হাসপাতালে সদ্যোজাত'র মৃত্যু; চিকিৎসায় গাফিলতির অভিযোগ
চিকিৎসার গাফিলতিতে এক সদ্যোজাত'র মৃত্যু হয়েছে অভিযোগ করে উত্তেজিত জনতা বিক্ষোভ দেখালো এগরা মহকুমা হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগরা থানার বিশাল পুলিশ ব…
এগরা হাসপাতালে সদ্যোজাত'র মৃত্যু; চিকিৎসায় গাফিলতির অভিযোগ
চিকিৎসার গাফিলতিতে এক সদ্যোজাত'র মৃত্যু হয়েছে অভিযোগ করে উত্তেজিত জনতা বিক্ষোভ দেখালো এগরা মহকুমা হাসপাতালে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় হাসপাতালে। মঙ্গলবার এগরাতে ঘটনাটি ঘটেছ রাত প্রায় ৮টা নাগাদ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১০টা নাগাদ পটাশপুরের মল্লিকপুরের বাসিন্দা বাসুদেব দলাই তাঁর গর্ভবতী স্ত্রী দূর্গারাণী দলাইকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করেন। এদিন সকাল থেকে প্রসব যন্ত্রণায় ভুগছিলেন দূর্গা। বার বার বলার পরেও নার্স বা ডাক্তার কেউই রোগীকে দেখতে আসেননি বলে পরিবারের লোকেদের অভিযোগ। নার্সরা মোবাইলে গেম খেলায় ব্যস্ত ছিলেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের।
এদিন সন্ধ্যাবেলায় প্রচন্ড প্রসব যন্ত্রণা উঠলে পরিবারের লোকেরা নার্সকে জানালে নার্সরা খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। ঘন্টা খানেক পরে রোগীকে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পরে পরিবারের লোকদের বলা হয়, সদ্যজাত শিশুটি মৃত অবস্থায় প্রসব হয়েছে। তারপরেই পরিবারের লোকেরা হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়ে।
No comments