Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মহিলাদের পরিচালিত বাসন্তী পুজোয় মেতেছে গোবিন্দপুর গ্রাম

ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/nfUVOrfHQDI

যিনি রাঁধেন,তিনি চুলও বাঁধেন....মহিলাদের পরিচালিত বাসন্তী পুজোয় মেতেছে গোবিন্দপুর গ্রাম
মাসে মাসে নিশ্চিত আয় লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায়।রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের…

 


ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/nfUVOrfHQDI



যিনি রাঁধেন,তিনি চুলও বাঁধেন....

মহিলাদের পরিচালিত বাসন্তী পুজোয় মেতেছে গোবিন্দপুর গ্রাম


মাসে মাসে নিশ্চিত আয় লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায়।রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাতেই গ্ৰামে বাসন্তী পুজোর আয়োজন করেছেন সুতাহাটার চৈতন্যপুর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর আগমনী মহিলা পুজো কমিটি।জানা গেছে, এই গ্রামে আগে বাসন্তী পুজোর চল ছিল না।আশপাশেও সেভাবে বাসন্তী পুজো হয় না।

তাই পুজো দেখতে যেতে হত অনেক দূরে। তাই গ্রামের ৯০ জন মহিলারাই একজোট হয়ে গ্রামে পুজো করার সিদ্ধান্ত নেন।গত দুই বছর থেকে শুরু হয় সেই পুজো। এবারের পূজো তৃতীয় বর্ষ পড়ল। শুরুতে সঞ্চয়ের টাকা দিয়ে এবং পাড়ায় চাঁদা সংগ্রহ করে পুজো খরচ জোগাড় করেন মহিলারা। এবার তাঁদের পুজোর আর্থিক সমস্যা অনেকটাই মিটিয়ে দিয়েছে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার।পাশাপাশি খরচ তুলতে পাড়ায় পাড়ায় ঘুরে চাঁদাও সংগ্রহ করছেন মহিলারা।গ্রামের প্রায় ৯০ জন মহিলা মিলে এই পুজোর আয়োজন করেছে।পুজোর বাজেট প্রায় ৪-৫ লক্ষ টাকা।পুজো উপলক্ষে প্রত্যেকদিন সন্ধ্যায় গ্ৰামের কচিকাঁচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি  সেবামূলক কর্মসূচিও গ্ৰহণ করেছে পুজো উদ্যোক্তারা। প্রতিবছর দুঃস্থদের বস্ত্র ও মশারি দানের কর্মসূচি থাকতো কিন্তু বর্তমানে নির্বাচন ঘোষণা হওয়ার জন্য সেই সেবামূলক কর্মসূচি থেকে বিরত থাকতে হলো পুজো কমিটির সদস্যদের।

যে কমিটি সভানেত্রী মানসী পড়ুয়া বলেন ১লা বৈশাখ সকাল ন'টার ঘটোদক, বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠান এবং কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা উপহার দেওয়া হয় এবং রাত্রিতে সাংস্কৃতিক অনুষ্ঠান অন্বেষা ডান্স একাডেমীর। সপ্তমীতে দুর্গাদেবী নব পত্রিকার প্রবেশ।অষ্টমীতে অন্নপূর্ণা পূজা  কুমারী পূজা ও সন্ধিপূজা, অন্নকূট উৎসবে ১৫৬ পদ দিয়ে মায়ের ভোগ নিবেদন করা হয়েছে। তিনি বলেন সেই ভোগ পাত পেড়ে খেয়েছেন গ্ৰামের মানুষ।সারাদিন ব্যস্ততার শেষে অষ্টমীর বিকেলে মহিলারা মাঠের ওপর সবুজ ঘাসে গোল হয়ে বসে নবমীতে কুমারী পুজোর আয়োজনের পরিকল্পনা করছেন। কুমারী মাকে নিয়ে গ্রাম পরিক্রমা করেন পুজো কমিটির সকল  সদস্যরা। পুজো কমিটির সম্পাদিকা আল্পনা মাইতি বলেন, 'আমরা সকল মহিলারা মিলেই পূজোর উদ্যোক্তা হয়েছি তবে গ্রামবাসীদের কাছ থেকে সাহায্য এবং বেশ কিছু  শুমানুধ্যায়ী মানুষদের কাছে সাহায্য নিয়ে এই কর্মসূচি চলছে।। চাকরিজীবী না হয়েও আমাদের কমিটির মহিলারা বাড়িতে মুরগি পালন করে, চাষবাস করে প্রায় সকলেই স্বনির্ভর। পাশাপাশি রাজ্য সরকারের থেকে মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে  টাকা পাচ্ছি আমরা। চাঁদাও কমবেশি তুলছি। ফলে,পুজো আয়োজনে আর্থিক সমস্যা সেভাবে নেই।'পুজো কমিটির কোষাধ্যক্ষ লিলিমা করন জানান।

 হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের ওপর চৈতন্যপুর মোড় থেকে অনেক ভেতরে প্রত্যন্ত গ্ৰাম গোবিন্দপুর।গ্ৰামের চারিদিক সবুজে মোড়া ধান খেত।বোরো ধান গাছের মাথায় সবেমাত্র কচি ধান শিসের দেখা মিলেছে।ঢাকের কাঠির শব্দ পেলেই গ্ৰামের কচিকাঁচার দল বেঁধে মণ্ডপের সামনে হাজির।এদিকে মাধ্যমিক ও  উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ।বিকেলে থেকে বাড়ির কাজ ও রান্না শেষ করেই সন্ধ্যা নামলেই অনুষ্ঠান মঞ্চের সামনে ভিড় করে সারা গ্ৰামের মানুষ।গ্রামের এই পুজোয় সব দায়িত্বই পালন করেন মহিলারা। চাঁদা তোলা থেকে শুরু করে পুরোহিত,ঢাকি জোগাড় সবই তাঁরা করছেন সমান দক্ষতার সঙ্গে।তবে চেষ্টা করেও মহিলা পুরোহিত জোগাড় করতে পারেননি উদ্যোক্তারা।পুজো কমিটির সভানেত্রী মানসী পড়ুয়া বলেন, "পাঁচদিনের পুজো,তিন দিন হয়ে গেছে।বাকি রয়েছে নবমী ও বিজয়াদশমী।বছরের এই কয়েকটা দিন আমরা সবাই একসাথে আনন্দ করি।" মঙ্গলবার অষ্টমীর রাতে  বিষ্ণুদাস বাউল গান পরিবেশন হবে। সন্ধ্যা নামলেই সন্ধ্যারতির পর বাউল মঞ্চস্থ হবে। নবমী দিন  সপ্তসতী মহাযজ্ঞ তার পর নবমী উপলক্ষে দুপুরে নিজেদের গ্ৰাম সহ আশপাশের বিভিন্ন গ্ৰামের কয়েক হাজার মানুষকে অন্নভোগ খাওয়ানোর বন্দোবস্ত করছে আগমনী মহিলা কমিটি। বোম্বে থেকে নিজের বাড়িতে এসেছেন রুমা চক্রবর্তী বাসন্তী পূজো মায়ের পায়ে অঞ্জলি দেবার জন্য।আগমনী পূজো কমিটি প্রতিমা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুতাহাটা ব্লক সভাপতি পার্থ বটব্যাল।তাদের এই কর্মকাণ্ড কে কুর্নিশ জানিয়ে পাশে দাঁড়িয়েছেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির  সভাপতি অশোক কুমার মিশ্র। তিনি জানান,"মহিলাদের উদ্যোগে এই পুজো এলাকার মানুষের নজর কেড়েছে।আগামীদিনে তাঁরা যাতে এই পুজো চালিয়ে যেতে পারে তাঁর জন্য সমস্ত রকম ভাবে সাহায্য সহযোগিতা করে পাশে থাকবো।"




*আরো নিত্য নতুন আপডেট খবর দেখতে

আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন*

WhatsApp channel link - https://whatsapp.com/channel/0029VaCqqNUGk1FyEgWxaZ2r

No comments