মুখ্যমন্ত্রী সভাতে না যাওয়ার জন্য ৩০ জন শ্রমিককে কাজে বাধা
কারখানায় কাজে ঢুকতে বাধা
মহিষাদলে মুখ্যমন্ত্রীর সভায় না যাওয়ার জন্য হলদিয়ার হিন্দুস্থান পেট্রোলিয়াম কারখানায় শ্রমিকদের গেটে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল আইএনটিটিইউস…
মুখ্যমন্ত্রী সভাতে না যাওয়ার জন্য ৩০ জন শ্রমিককে কাজে বাধা
কারখানায় কাজে ঢুকতে বাধা
মহিষাদলে মুখ্যমন্ত্রীর সভায় না যাওয়ার জন্য হলদিয়ার হিন্দুস্থান পেট্রোলিয়াম কারখানায় শ্রমিকদের গেটে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল আইএনটিটিইউসির বিরুদ্ধে। শনিবার ২৭ শে এপ্রিল সকালে ওই কারখানার গেটে প্রায় ৩০ জন শ্রমিককে কর্মক্ষেত্রে ঢুকতে বাধা দেওয়া হয়। তবে আইএনটিটিইউসি এই অভিযোগ অস্বীকার করেছে। সংগঠনের তমলুক জেলার সভাপতি চন্দন দে বলেন, এই বিষয়ে খোঁজ নিয়ে দেখছি। রাজনৈতিক মহলের বক্তব্য, হলদিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের উপর এধরনের রাজনৈতিক বিদ্বেষের ছবি আজও চলমান। হলদিয়ায় বাম থেকে তৃণমূল এই ছবিটা বদলের কোনও ইঙ্গিত নেই। কটাক্ষ করেছেন বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী তিনি বলেন শুধু কারখানা নয়, হলদিয়া পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং মিউনিসিপালিটি এলাকায় যারা ১০০ দিনের কাজ করেন তাদেরকেও জবরদস্তি করে নিয়ে যাওয়া হয়েছিল। আর না গেলে তাদেরকে কাজে লাগানো হবে না বলেই এই ফতোয়া জারি তৃণমূল করেছিল। কদিন চলবে এই ধরনের সাধারণ মানুষের উপর ফতোয়া জারি করে। আগামী নির্বাচনে তার প্রতিফল পাবেন হলদিয়ার মানুষ তার সঠিক জবাব তৃণমূলকে দিয়ে দেবে।
No comments