রামলাল মন্দিরে পূজো দিলেন জোড়াটা গ্রামের ছেলে সুরজিৎ
ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/EoF7VyesFcs কেদারনাথে যাচ্ছে বাইসাইকেলে করে হলদিয়ার সুরজিৎ
সাইকেল চালিয়ে হলদিয়া থেকে কেদারনাথ ধামে উদ্যেশে রওনা হয়েছিলেন ভবানীপুর থান…
রামলাল মন্দিরে পূজো দিলেন জোড়াটা গ্রামের ছেলে সুরজিৎ
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/EoF7VyesFcs
কেদারনাথে যাচ্ছে বাইসাইকেলে করে হলদিয়ার সুরজিৎ
সাইকেল চালিয়ে হলদিয়া থেকে কেদারনাথ ধামে উদ্যেশে রওনা হয়েছিলেন ভবানীপুর থানা হলদিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড গেঁওয়াডাবের বাসিন্দা সুরজিৎ দাস বয়স ৩০ পিতা আনন্দ দাস বর্তমানে সুরজিৎ হলদিয়ার লালবাবা সিমলেস টিউব কারখানার শ্রমিক। বর্তমানে দু ভাই দুজনেই বিবাহিত সুরজিৎ এর একটি পুত্র সন্তান রয়েছে। রামনবমীর দিন ১৮ ই এপ্রিল জয় শ্রীরাম.. জয় শিব শম্ভু... বলে বাইসাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন গ্রামের ছেলে সুরজিৎ। তাপপ্রবাহ চলছে মানুষ বেরোতে পারছে না সুরজিৎ জয় শিব শম্ভু জয় শ্রীরাম ধ্বনি নিয়ে তীব্র তাপপ্রবাহ মাথায় রেখে বাইসাইকেলে করে এগিয়ে চলছেন। সুরজিৎ দাস হলদিয়া বন্দর ডিজিটাল এ জানালেন পথে মাঝেমধ্যে শরীর খারাপ করেছে কিন্তু সবকিছুকে উড়িয়ে দিয়ে মনের জোর জয় শ্রী রাম, জয় শিব শম্ভুর বলতে বলতে পৌঁছে গেলাম রামলালার মন্দিরে এখান থেকে আর অল্প কিছু রাস্তা বাকি রয়েছে। খুব শীঘ্রই পৌঁছে যাবে কেদারনাথের জয় শিব শম্ভু বলতে বলতে। সুরজিৎ জানালেন পরিবারের গ্রামের সকলের মঙ্গল কামনার জন্যই তার এই কর্মসূচি। মানুষ বেরোতে পারছে না অনেকেই সান স্ট্রোকে মারা যাচ্ছেন যাতে সকলেই ভালো থাকেন সকলের সুখ সমৃদ্ধি কামনা করে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন পবিত্র শ্রী রামের জন্মদিনে।
No comments